তিন নায়িকার মধ্যে কে সেরা, জানালেন ফেরদৌস


বিনোদন প্রতিবেদক: প্রকাশিত: অক্টোবর ১৫, ২০১৮, ১১:৫৩ এএম
তিন নায়িকার মধ্যে কে সেরা, জানালেন ফেরদৌস

নান্দনিক দক্ষতার কারণে এ পর্যন্ত একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অভিনেতা ফেরদৌস আহমেদ। যিনি ইতোমধ্যেই এই শিল্পের বিভিন্ন অঙ্গনে ‘সাফল্যের স্বাক্ষর’ রেখেছেন। উপস্থাপনা, মডেলিং আর অভিনয় ‘নৈপূণ্যে’ মন জয় করেছেন সিনেমাপ্রেমীদের।

ফেরদৌসের চলচ্চিত্র যাত্রা বিংশ শতাব্দীর শেষ দশকে। তার অভিনীত প্রথম চলচ্চিত্র প্রয়াত নায়ক সালমান শাহ এর অসমাপ্ত কাজ ‘বুকের ভিতর আগুন’, এটির পরিচালক ছিলেন ছটকু আহমেদ।

ঢালিউডের পর কলকাতার বেশ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করছেন নিয়মিত। ‘মিট্টি’ নামে একটি বলিউড চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। ১৯৯৮ সালে তিনি খ্যাতিমান চলচ্চিত্রকার বাসু চ্যাটার্জি পরিচালিত ‘হঠাৎ বৃষ্টি’ ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

চলচ্চিত্র শিল্পে তার অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কারে ভূষিত হয়েছেন। এগুলো হচ্ছে হঠাৎ বৃষ্টি, গঙ্গাযাত্রা, কুসুম কুসুম প্রেম ও এক কাপ চা।

সম্প্রতি দেশের একাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘মেঘ কন্যা’ সিনেমাটি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন নিঝুম রুবিনা।

এই তারকা শুক্রবার অডি গাড়ি কিনলেন। গাড়ি কিনেই মা, শাশুড়ি, বউ ও দুই মেয়েকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরলেন তিনি।

সফল এ নায়কের চোখে তিন নায়িকা মৌসুমী, পূর্ণিমা ও পপির মধ্যে কে সেরা? এমন প্রশ্নের উত্তরটাও বেশ সোজা-সাপ্টাভাবেই দিয়েছেন। এই তারকা জানান, পূর্ণিমাকেই সবার উপরে রাখবেন তিনি।

গোনিউজ২৪/এআরএম

বিনোদন বিভাগের আরো খবর