মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করবেন যেভাবে…


বিনোদন প্রতিবেদন: প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০১৮, ০৮:৩৬ এএম
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করবেন যেভাবে…

ফের শুরু হচ্ছে বিশ্বসুন্দরী খোঁজার আয়োজন। গতবারের মতো এবারও অংশ নিচ্ছে বাংলাদেশ। তাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮’। ১৬ সেপ্টেম্বর থেকে এটি শুরু হবে বলে নিশ্চিত করেছে আয়োজক অন্তর শোবিজ।

আর চলতি মাসের শেষ সপ্তাহে বিজয়ীকে পাঠানো হবে মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত পর্বে। এর ফলে পরপর দ্বিতীয়বার এটি আয়োজন করতে যাচ্ছে এই প্রতিষ্ঠান।

অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী বলেন,‘এখন নির্বাচনী সময়। তাই আমাদের আয়োজন করতে একটু দেরি হয়ে গেলো। তবে সেপ্টেম্বরের মধ্যেই মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় নাম পাঠাতে হয়। তাই আমরা এবারের আয়োজন ১৬ থেকে ২৪ তারিখের মধ্যে সম্পন্ন করতে চাই।’

গত বছর ‘মিস ওয়ার্ল্ড-এ বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন জেসিয়া ইসলাম। মূল আসরে সেরা চল্লিশ পর্যন্ত পৌঁছান তিনি।

সেই আসরে বিশ্বসুন্দরীর মুকুট মাথায় তোলেন ভারতের হরিয়ানার মেয়ে মানুষী চিল্লার।

উল্লেখ্য, জেসিয়া ইসলামের আগে বাংলাদেশ থেকে ২০০১ সালে ৫১তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তাবাসসুম ফেরদৌস শাওন। ওইবার এ আসর বসেছিল দক্ষিণ আফ্রিকার সান সিটিতে।

১৯৯৪ সালে প্রথম মিস বাংলাদেশ অংশ নেন বিশ্বসুন্দরী প্রতিযোগিতায়। তিনি ছিলেন আনিকা তাহের। এরপর ইয়াসমিন বিলকিস সাথী (১৯৯৫), রেহনুমা দিলরুবা চিত্রা (১৯৯৬), শায়লা সিমি (১৯৯৮), তানিয়া রহমান তন্বী (১৯৯৯) ও সোনিয়া গাজী (২০০০) মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন।

যেভাবে এই প্রতিযোগিতার রেজিস্ট্রেশন করবেন…

‘মিস্ ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’ এর ঢাকা অডিশন রাউন্ডে। আগামী ১৬ সেপ্টেম্বর সকাল ৯ ঘটিকায় উপস্থিত হতে হবে । ধন্যবাদ।

অডিশনের স্থানঃ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (FDC ) ঠিকানাঃ 16 Road Number 8, Karwan Bazar, Dhaka 1216

বিস্তারিত জানতে কল করো: ০১৮৫৫৬৬৬৬৬৪,

E-Mail: mwb@missworldbangladesh.com

Online Application Form And Submit. Last Date Of Submission Is 14th September 2018.

রেজিস্ট্রেশন করতে এই লিংক ক্লিক করুন: 

https://www.missworldbangladesh.com/application-form/

গো নিউজ২৪/জাবু

বিনোদন বিভাগের আরো খবর