এবারের ঈদেও ‘মোশাররফ উৎসব’


বিনোদন প্রতিবেদক: প্রকাশিত: আগস্ট ১৯, ২০১৮, ০৫:২১ পিএম
এবারের ঈদেও ‘মোশাররফ উৎসব’

ঈদের নাটক মানেই মোশাররফ করিম। দুই ঈদের বেশিরভাগ নাটকেই তার উপস্থিতি। এই উৎসবে শত শত নাটকের ভিড়ে প্রিয় অভিনেতার নাটককেই খুঁজে নেন সর্বস্তরের মানুষ।  সেই ধারাবাহিকতায় জনপ্রিয় এ অভিনেতাকে নিয়ে দ্বিতীয়বারের মতো উৎসবের আয়োজন করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল।

মোশাররফ করিম অভিনীত নাটক নিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি গত ঈদুল ফিতরেও ‘মোশাররফ উৎসব’-এর আয়োজন করেছিল। এ ধারাবাহিকতা বজায় রেখে ঈদুল আজহাতেও সাত দিনব্যাপী মোশাররফ উৎসবের আয়োজন করেছে চ্যানেলটি। মোশাররফ করিম অভিনীত সাতটি নাটক ঈদুল আজহার দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত সন্ধ্যা ৭টা ৫ মিনিটে প্রচারিত হবে।

নাটকগুলো হল: ‘তকদির’। রচনা : জুয়েল এলিন, পরিচালনা: শামস করিম। অভিনয়ে : মোশাররফ করিম, প্রসূন আজাদ প্রমুখ।
ঈদের দ্বিতীয় দিন: প্রচারিত হবে ‘ক্যারিয়ার’। রচনা : ফজলুল সেলিম, চিত্রনাট্য ও পরিচালনা : শামীম জামান। অভিনয়ে : মোশাররফ করিম, তারিন প্রমুখ।
ঈদের তৃতীয় দিন: প্রচারিত হবে ‘ঠিকানা’। রচনা : সারওয়ার রেজা জিমি, পরিচালনা : তুহিন হোসেন। অভিনয়ে : মোশাররফ করিম, রিচি সোলায়মান প্রমুখ।
ঈদের চতুর্থ দিন: প্রচারিত হবে নাটক ‘ব্ল্যাক লাইট’। রচনা ও পরিচালনা : আলম আশরাফ। অভিনয়ে : মোশাররফ করিম, তারিন প্রমুখ।
ঈদের পঞ্চম দিন: প্রচারিত হবে ‘আস্থা’ নাটক। অভিনয়ে : মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, পুশল, ইলোরা গহর, কাদরি, সেলিন আহমেদ, হিমি হাফিজ প্রমুখ।
ঈদের ৬ষ্ঠ দিন: দেখতে পাবেন ‘বুজুগ’। রচনা ও পরিচালনা: শাহজাদা মামুন। অভিনয়ে: মোশাররফ করিম, আনিকা কবির শখ প্রমুখ।
ঈদের সপ্তম দিন: প্রচারিত হবে নাটক ‘গৃহশিক্ষক দিচ্ছি নিচ্ছি’। পরিচালনা: তারিক হাসান। অভিনয়ে: মোশাররফ করিম, জান্নাতুল পিয়া, তারেক স্বপন প্রমুখ।

গোনিউজ২৪/এআরএম

বিনোদন বিভাগের আরো খবর