কার আগে কে পাবেন?


বিনোদন প্রতিবেদক: প্রকাশিত: জুলাই ২১, ২০১৮, ০৫:২৪ পিএম
কার আগে কে পাবেন?

বড় উৎসব হিসেবে বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতারা এখন পর্যন্ত ঈদকেই ‘সেরা সময়’ হিসেবে দেখেন। আর তাই তো এই উৎসবে ছবি মুক্তি দিতে উঠে পড়ে লাগেন চলচ্চিত্র নির্মাতারা। কেউ সেই দৌড়ে এগিয়ে যান আবার কেউ যান পিছিয়ে। অর্থাৎ একাধিক ছবির ভিড়ে কোনোটি মুক্তি পায় আবারো কোনোটি পায় না। এরই মধ্যে চলচ্চিত্র নির্মাতারা সে হিসাব কষেই দৌড়ঝাঁপ শুরু করেছেন।

সূত্রে জানা যায়, ঈদুল আজহায় মুক্তি পাবে ‘ক্যাপ্টেন খান’, ‘জান্নাত’, ‘নোলক’, ‘দহন’, ‘মাতাল’ ও ‘ডনগিরি’ সিনেমা। ছবিগুলো নির্মাণ করেছেন যথাক্রমে ওয়াজেদ আলী সুমন, মোস্তাফিজুর রহমান মানিক, রাশেদ রাহার, রায়হান রাফী, শাহীন-সুমন ও শাহ আলম মণ্ডল। শেষ পর্যন্ত কোন নির্মাতাদের ছবি টিকে থাকবে, তা জানার জন্য ঈদের আগের সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, ছয়টি ছবি মুক্তি পাওয়ার সম্ভাবনা বেশি। যদিও এই ঈদেও সর্বাধিক ছবির নায়ক শাকিব খান। অন্য অভিনয়শিল্পীদের মধ্যে আছেন বুবলী, সাইমন, বাপ্পী, মাহি, রোশান, আনিসুর রহমান মিলন, সিয়াম, পূজা ও ববি।

বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক ও বুকিং এজেন্ট সমিতির সদস্যদের মতে, যে কয়টা ছবি মুক্তি পাক, ঈদুল ফিতরের মতো এবারও প্রতিযোগিতা হবে শাকিব খান-বুবলী আর সিয়াম-পূজা জুটির মধ্যে। সবার ধারণা, গত ঈদে যেহেতু নবাগত হিসেবে সিয়াম ও পূজা বাজিমাত করেছেন, এবারও তাদের নিয়ে দর্শকদের আগ্রহ একটু বেশি থাকবে।

গোনিউজ২৪/এআরএম

বিনোদন বিভাগের আরো খবর