এবার পূর্ণিমার আড্ডার মানুষ সজল


বিনোদন প্রতিবেদন: প্রকাশিত: জুলাই ২০, ২০১৮, ০৫:০৯ পিএম
এবার পূর্ণিমার আড্ডার মানুষ সজল

আরটিভির তারকা আড্ডা ‘এবং পূর্ণিমা’ -তে অতিথি হিসেবে হাজির হবেন ছোটপর্দার অভিনেতা আব্দুন নূর সজল। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চিত্রনায়িকা পূর্ণিমা।

সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ের বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে পর্বটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন অনুষ্ঠানের প্রযোজক সোহেল রানা বিদ্যুত।

তিনি জানান, অনুষ্ঠানটির প্রতিটি পর্বেই দেখা মেলে সংস্কৃতি অঙ্গনের গুণী সব তারকাদের। এবারও তাই ঘটেছে। আড্ডায় আড্ডায় নিজেদের জীবনের পছন্দ-অপছন্দ, ভালো লাগা, মন্দ লাগা সহ নানান বিষয় উঠে এসেছে।

অনুষ্ঠানটি প্রচার হবে শনিবার রাত ১০টায়। এটি গ্রন্থনা করেছেন অনিন্দ্য মামুন।

গো নিউজ২৪/জাবু

বিনোদন বিভাগের আরো খবর