বাপ্পীকে বিশ্রামের পরামর্শ


বিনোদন প্রতিবেদক: প্রকাশিত: জুলাই ১৮, ২০১৮, ১০:১৪ এএম
বাপ্পীকে বিশ্রামের পরামর্শ

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির শেষ লটের শুটিং আপাতত স্থগিত রাখা হয়েছে। শুধু তাই নয়, আরেক ছবি ‘নায়ক’-এর ডাবিংও আপাতত বন্ধ রয়েছে। না, কোনো ঝামেলা কিংবা অভিমান নয়, অসুস্থ হয়ে পড়েছেন ঢালিউডের জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরী। গলায় প্রচণ্ড ব্যথা। ঠিকমত কথাও বলতে পারছেন না তিনি। ডাক্তারের পরামর্শ নিচ্ছেন নিয়মিত।

প্রয়োজনীয় চিকিৎসার পর বাপ্পীকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক জোনায়েদ করিম। তিনি বলেন, হঠাৎ ঠাণ্ডা লাগায় তার গলায় ব্যথা হয়েছে। এই অবস্থায় জোরে কথা বলা যাবে না। কমপক্ষে ১০ দিন পুরোপুরি বিশ্রামে থাকতে হবে তাকে। ‘এই কদিন শুটিং কিংবা কোনো কাজও করতে পারবেন না তিনি।’

বাপ্পী জানান, গলায় ব্যথার কারণে তিনি শুটিং করতে পারছেন না। এমনকি ডাবিং এও অংশ নিতে পারবেন না। কারণ ডাক্তারের বারণ রয়েছে। সোমবার থেকে ১০ দিনের জন্য পূর্ণ বিশ্রামে বাসাতেই রয়েছেন এ অভিনেতা।

এদিকে, আগামী ঈদে বাপ্পী অভিনীত ছবি ‘ডনগিরি’ মুক্তির কথা শোনা যাচ্ছে। বলে রাখা ভালো, ‘ডনগিরি’ ছবির আগের নাম ছিল ‘সাদা কালো প্রেম’। নির্মাতা শাহ আলম মণ্ডন নাম পরিবর্তন করে ‘ডনগিরি’ রাখেন।

গোনিউজ২৪/এআরএম

বিনোদন বিভাগের আরো খবর