কোরীয় উৎসবে বাংলাদেশের চার ছবি


বিনোদন প্রতিবেদক: প্রকাশিত: জুলাই ১৭, ২০১৮, ০২:১৪ পিএম
কোরীয় উৎসবে বাংলাদেশের চার ছবি

দক্ষিণ কোরিয়ায় তিন দিনব্যাপী আয়োজিত 'সিউল-বাংলা চলচ্চিত্র' উৎসবে দেখানো হবে বাংলাদেশের চারটি ছবি। এর মধ্য দিয়েই প্রথমবারের মতো কোনো চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে পরীমণি ও ইয়াশ রোহান অভিনীত ছবি ‘স্বপ্নজাল’। আগামী ২০ জুলাই থেকে উৎসবটি শুরু হচ্ছে। উৎসবের আয়োজন করেছে সিউলে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

উৎসবে অংশ নিচ্ছে ইরফান খান-তিশা অভিনীত ‘ডুব’, এটি পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। জয়া আহসান-আজাদ আবুল কালাম অভিনীত ‘খাঁচা’, এটি পরিচালনা করেছেন আকরাম খান। জাহিদ হাসান, মোশাররফ করিম, তিশা অভিনীত ‘হালদা’, এটি পরিচালনা করেছেন তৌকীর আহমেদ এবং পরী মনি-ইয়াশ রোহান অভিনীত ‘স্বপ্নজাল’, এটি পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম। বাকি সিনেমাগুলো একাধিক উৎসবে অংশগ্রহণ করলেও ‘স্বপ্নজাল’ প্রথমবারের মতো এ ধরনের কোনো আয়োজনে যাচ্ছে।

গোনিউজ২৪/এআরএম

বিনোদন বিভাগের আরো খবর