ফ্রান্সের জয় উদযাপনের স্বাক্ষী মা-মেয়ে


বিনোদন ডেস্ক: প্রকাশিত: জুলাই ১৬, ২০১৮, ০৪:১০ পিএম
ফ্রান্সের জয় উদযাপনের স্বাক্ষী মা-মেয়ে

ফ্রান্সের রাজধানীর অলিগলি, রাস্তাঘাট পরিপূর্ণ আবালবৃদ্ধবনিতায়। সবার মুখে জয়ের আনন্দ, বিজয়ীর হাসি। ২০ বছর পর ঘরে ফিরেছে যে পৃথিবীর সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতা ও মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার শিরোপা। বিশ্বকাপ ফুটবলের শিরোপা।

সকাল থেকেই প্যারিসজুড়ে ছিল সাজ সাজ রব। লোকে লোকারণ্য ছিল প্রতিটি ট্রাম, ট্রেন, মেট্রো, বাস। সবার মুখে মুখে স্লোগান, আলে লে ব্লু (Allez les blues), ‘এগিয়ে যাও ফ্রান্স।’ এমন উদযাপন স্বচক্ষে দেখলেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন।

গতকাল আইফেল টাওয়ার চত্বরে ভিড় জমিয়েছিলেন ফরাসিরা। নিজের বারান্দা থেকে সেই দৃশ্য ক্যামেরাবন্দী করেন ঐশ্বরিয়া। পতাকা হাতে নিয়ে রাস্তায় চলেছে খুশির জনস্রোত। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সেই ছবির ক্যাপশনে ঐশ্বরিয়া লিখেছেন, ‘জানালা থেকে দেখা দৃশ্য।’

প্যারিস ঐশ্বরিয়ার খুব পছন্দের ডেস্টিনেশন। কখনও কাজে, কখনও বা নিছকই বেড়ানোর উদ্দেশে প্যারিসে যান তিনি। কিন্তু ফ্রান্সের বিশ্বজয়ের এই বিরল মুহূর্তে প্যারিসে থেকে যে তার সাক্ষী হতে পারবেন এটা নিশ্চয়ই কখনও ভাবতে পারেননি।

ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, এই অনুভূতি প্রকাশ করা সম্ভব নয়। এই মুহূর্তে ঐশ্বরিয়ার সঙ্গে রয়েছেন মা বৃন্দা রাই এবং মেয়ে আরাধ্যা। যে দেশকে সমর্থন করেছিলেন, তাদের জয়ে স্বভাবতই উচ্ছ্বসিত এ নায়িকা।

গোনিউজ২৪/এআরএম

বিনোদন বিভাগের আরো খবর