১০ বছর পর নায়ক মান্নার প্রতিষ্ঠান থেকে নতুন ছবি


বিনোদন প্রতিবেদন: প্রকাশিত: জুলাই ১৩, ২০১৮, ০৬:১৩ পিএম
১০ বছর পর নায়ক মান্নার প্রতিষ্ঠান থেকে নতুন ছবি

জনপ্রিয় অভিনেতা মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান ‘কৃতাঞ্জলি কথাচিত্র’ ফের নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র। এমনটা নিশ্চিত করেছেন মান্নার স্ত্রী শেলী। ২৩ জুলাই ছবি নির্মাণ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে। 

এরইমধ্যে নতুন ছবি নির্মাণের সব প্রস্তুতি গুছিয়ে নিয়েছেন শেলী। তিনি বলেন, “কৃতাঞ্জলী প্রযোজনা করছে ‘জ্যাম’ শিরোনামে নতুন চলচ্চিত্র। কাহিনি লিখেছেন প্রয়াত চলচ্চিত্র সাংবাদিক আহমদ জামান চৌধুরী। পরিচালনা করবেন ‘এক কাপ চা’ ছবির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল।”

মান্নার স্ত্রী শেলী।

‘জ্যাম’ প্রসঙ্গে শেলী মান্না বললেন, ‘নায়ক-নায়িকার খবরটি এখনই জানাতে চাই না। তবে কাস্টিংয়ে বেশকিছু চমক থাকছে। শুভ মহরতের মাধ্যমে বিস্তারিত সবাইকে জানাবো শিগগিরই।’

নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলী থেকে লুটতরাজ, লাল বাদশা, আমি জেল থেকে বলছি, আব্বাজান, স্বামী স্ত্রীর যুদ্ধ, দুই বধূ এক স্বামী, মনের সাথে যুদ্ধ, মান্না ভাই, পিতা মাতার আমানতসহ বেশ কিছু ব্যবসাসফল চলচ্চিত্র নির্মিত হয়েছে।

সর্বশেষ ২০০৮ সালে মান্নার প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে এফ আই মানিক পরিচালিত ‘পিতা মাতার আমানত’ ছবিটি মুক্তি পায়।

২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে মান্না মৃত্যুবরণ করেন।

গো নিউজ২৪/জাবু

বিনোদন বিভাগের আরো খবর