মাকে নিয়ে ওমর ফারুকের প্রথম গান


বিনোদন প্রতিবেদন: প্রকাশিত: জুলাই ১২, ২০১৮, ০৯:০১ পিএম
মাকে নিয়ে ওমর ফারুকের প্রথম গান

মায়ের ভালবাসা অতুলনীয় । যার ভালবাসায় পাওয়া না পাওয়ার কোন হিসেব নাই তিনি হলেন মা। বিপদে সবাই ছেড়ে চলে গেলেও মা পারে না সন্তানকে ফেলে যেতে। 

শুন্য হলে ভাতের হাড়ি/ বউ চলে যায় বাপের বাড়ি।/ পর হয়ে যায় আপন সহোদর,/ শুধু মা কখনো হয়না / কারো পর -এমন কথামালা দিয়েই সাজানো হয়েছে ‘মা কখনো হয়না পর’।

মায়ের এমন হৃদয়গ্রাহী ভালবাসার কথায় সাজানো গানটি গাইলেন তরুন উদীয়মান কন্ঠশিল্পী ওমর ফারুক। গানটির কথা লিখেছেন সিরাজিয়া পারভেজ, সুর করেছেন ওমর ফারুক এবং সঙ্গীতায়োজন করেছেন রফিকুল আজাদ খোকন।

ওমর ফারুক বলেন, “মাকে নিয়ে আমার প্রথম গান। ভাবতে ভালো লাগে। মাকে নিয়ে গানের কথায় মনের খুঁটিগুলো যেন নড়েচড়ে উঠল। হৃদয়ের এমন অনুভূতি থেকে ভাবলাম মায়ের গানই হোক আমার প্রথম গান। 

আমি চেষ্টা করেছি, ভালবাসা ঢেলে দিয়ে গানটি করতে, করেছি। গানটির জন্য সিরাজিয়া পারভেজ ভাই এবং রফিকুল আজাদ খোকন ভাইয়ের কাছে কৃতজ্ঞতা।”

‘মা কখনো হয়না পর’ গানটির লিরিক ভিডিও আস্থা মিউজিক এর ব্যানারে প্রকাশিত হয়েছে।

**ভিডিও...

গো নিউজ২৪/কাসা

বিনোদন বিভাগের আরো খবর