এক ভয়ংকর অপি


বিনোদন প্রতিবেদন: প্রকাশিত: জুলাই ১২, ২০১৮, ০৮:০৭ পিএম
এক ভয়ংকর অপি

‘আমারে দেইখা মনে হয় না আমি এক কোপে কল্লা নামাইতে পারি?’ -জয়গুনবিবি। এই জয়গুনবিবির চরিত্র করছেন অপি করিম। ভাষ্যটা ছিল নাটকের সংলাপ।

প্রায় দুই বছর আগে ‘খুঁটিনাটি খুনসুটি’ নাটকে শেষ অভিনয় করেছিলেন অপি। আশফাক নিপুণ পরিচালিত নাটকটি সেবার ঈদুল ফিতরে প্রচারিত হয়েছিল।

এরপর আর অভিনয় করতে দেখা যায়নি ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেত্রীকে। ঢাকা মেট্রো গ-৯১০৬ নামে একটি ওয়েব সিরিজে অভিনয়ের মধ্য দিয়ে আবার অভিনয়ে ফিরলেন তিনি।

অপি করিম বলেন, “আমি যে চরিত্রটি করছি, তা বাংলাদেশের সব মেয়ের গল্প, যেন প্রতিটি মেয়েকেই উপস্থাপন করা হয়েছে চরিত্রটির মধ্যে। জয়গুনবিবি খুবই শক্তিশালী চরিত্র।”

গত বছরের ১৭ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত দিনাজপুর, গাইবান্ধা ও বগুড়ার লোকেশনে সিরিজের প্রথম মৌসুমের শুটিং শেষ হয়েছে।

পরিচালক জানান, “গত মার্চে সিরিজটি একটি নতুন চ্যানেলে দেখানোর কথা ছিল। শুটিং শেষ না হওয়ার জন্য দেখানো সম্ভব হয়নি। খুব শীঘ্রই প্রচার করার ইচ্ছে আছে। তবে অনলাইনেই প্রচার করা হবে।”

তিনজন মানুষের যাত্রা নিয়ে এর গল্প। তাদের একজন অপি করিম। তার চরিত্রের নাম জয়গুনবিবি, কখনো কখনো তাঁকে জবা বলেও ডাকা হয়। এ ছাড়া আবদুল কুদ্দুস চরিত্রে নেভিল এবং রহমান চরিত্রে শরিফুল ইসলাম অভিনয় করেছেন।

সিরিজটির চিত্রনাট্য করেছেন নাসিফ আমিন। পরিচালনা করেছেন অমিতাভ রেজা।

গো নিউজ২৪/জাবু

বিনোদন বিভাগের আরো খবর