‘নাইট শো’ চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্সে


বিনোদন প্রতিবেদন: প্রকাশিত: জুলাই ১২, ২০১৮, ০৭:৫৬ পিএম
‘নাইট শো’ চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্সে

‘নাইট শো’ চালু করতে যাচ্ছে ঢাকার অন্যতম প্রেক্ষাগৃহ স্টার সিনেপ্লেক্স। রাজধানীর বসুন্ধরা শপিং মহলে অবস্থিত এই প্রেক্ষাগৃহে এখন থেকে প্রতি শনি ও শুক্রবার রাতেও ছবি প্রদর্শন করবে। 

গো নিউজকে এমন তথ্য নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ।

তিনি জানান, “আমরা দর্শকদের চাহিদার কথা বিবেচনা করেই ‘নাইট শো’ (রাতের প্রদর্শনী) চালু করতে যাচ্ছি। এমন চাহিদা দর্শকদের বহুদিনের। আমরা সবসময় তাদের চাহিদাকে মূল্যায়ন করার চেষ্টা করি। আশা করি, অনেক দর্শক এর সুবিধা ভোগ করবেন।”

“আপাতত সপ্তাহে দুই দিন এই শো চলবে। পরবর্তী সময়ে এটা আরো বাড়তে পারে।” যোগ করেন তিনি।

বর্তমানে একটি ভিআইপিসহ মোট ছয়টি হল রয়েছে স্টার সিনেপ্লেক্সের। এগুলোতে প্রতিদিন প্রায় ৪টি করে শো হয়ে থাকে। এর সঙ্গে নতুন দুটি করে প্রর্দশনী যুক্ত হলো। 

প্রাথমিকভাবে প্রতি শুক্র ও শনিবার যথাক্রমে রাত ৮টা ৩০ মিনিট ৯টা থেকে চলবে এই প্রদর্শনী। এগুলো চলতি সপ্তাহ থেকে কার্যকর হচ্ছে। 

প্রেক্ষাগৃহ থেকে জানানো হয়, নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তি যুক্ত সাউন্ড সিস্টেমসহ নানা অভিনবত্ব নিয়ে তারা সবসময়ই দর্শকের পাশে থাকতে চায়। এবং তাদের কথা মাথায় রেখেই আন্তর্জাতিক মুক্তির দিনেই এখন হলিউডের সাড়া জাগানো সব ছবি দেখানো হচ্ছে।

এছাড়া দেশের প্রতি দায়বদ্ধতা থেকে নির্দিষ্ট সংখ্যক হলে বাংলা ছবি পরিবেশন করে যাচ্ছে তারা। ভবিষ্যতেও এই ধারাবাহিকতাগুলো অব্যাহত থাকবে।

গো নিউজ২৪/কাসা

বিনোদন বিভাগের আরো খবর