এই প্রথম এক ছাদের নিচে অনেক তারকার ছবি


বিনোদন প্রতিবেদন: প্রকাশিত: জুলাই ১, ২০১৮, ০৪:৩৫ পিএম
এই প্রথম এক ছাদের নিচে অনেক তারকার ছবি

শোবিজ অঙ্গনে ফটোগ্রাফিতে বেশ খ্যাতি রয়েছে তুহিন হোসেনের। তার হাত ধরে অনেক তারকা শোবিজে এসেছে। শাকিব খান, ফেরদৌস, পপি, জয়া আহসান, অপি করিম কিংবা সংগীতশিল্পী জেমস, হাবিব ওয়াহিদ, আসিফ আকবর, ন্যান্সিসহ দেশসেরা সফল তারকাদের বিভিন্ন সময়ের তোলা ছবি নিয়ে তিনি দু’দিনের প্রদর্শনী করেছেন ধানমন্ডির দৃক গ্যালারিতে। 

শুক্রবার শুরু হওয়া এই প্রদর্শনীটি শেষ হয়েছে গতকাল। শুক্রবার সন্ধ্যায় এই প্রদশর্নী উদ্বোধনের সময় উপস্থিত হন অভিনেতা মাহফুজ আহমেদ, অভিনেত্রী অপি করিম, ফারজানা চুমকী, লারা লোটাস, আইরিন, মডেল-অভিনেত্রী অপ্সরা আলী, পরিচালক চয়নিকা চৌধুরীসহ অনেকে। 

এ সময় অপি করিম বলেন, “চমৎকার একটি আইডিয়া। আর আমার নিজের ছবি প্রদশর্নীতে দেখে সত্যিই ভালোলাগছে। তুহিন ভাইয়ের জন্য শুভকামনা।” 

আলোকচিত্রী তুহিন হোসেন বলেন, “এবারই প্রথম এক ছাদের নিচে অনেক তারকার ছবি দর্শনার্থীরা দেখতে পেলেন। এটা আমার একটা স্বপ্ন ছিল যে আমার তোলা তারকাদের ছবি নিয়ে একক প্রদশর্নী করব, স্বপ্নটা সফল হওয়াতে ভালো লাগছে। বিভিন্ন সময়ের ফটোশুটের ছবি থেকে বাছাই করে আমি ৭৫টি ছবি প্রদশর্নীর জন্য নির্বাচিত করেছিলাম। যারা উপস্থিত ছিলেন সকলকে ধন্যবাদ জানাতে চাই।” 

তুহিন হোসেন আরো বলেন, ১৯৯৮ সালে পেশা হিসেবে দেশের গ্ল্যামার ফটোগ্রাফি শুরু করি আমি। বাংলাদেশে ও দিল্লিতে ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা শেষে ১৯৯৮ সালে ‘সাপ্তাহিক ২০০০’ এবং ‘আনন্দধারা’ ম্যাগাজিনে স্টাফ ফটোগ্রাফার হিসেবে কাজ শুরু করি। সেলিব্রিটি সব ফটোসেশনে তখন থেকেই পথচলা শুরু। 

এরপর ২০০২ সাল থেকে চিফ ফটোগ্রাফার হিসেবেও ২০১৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছি। এছাড়া ডেইলি স্টারের সাপ্তাহিক ম্যাগাজিন স্টার শোবিজে অনেক সেলেব্রিটের কভার ফটোশুট করেছি।

গো নিউজ২৪/জাবু   
 

বিনোদন বিভাগের আরো খবর