দর্শক বলে আমি নাকি দুঃখী পিতা: বাবু


বিনোদন প্রতিবেদক: প্রকাশিত: জুন ২০, ২০১৮, ০৫:০৮ পিএম
দর্শক বলে আমি নাকি দুঃখী পিতা: বাবু

ঈদে মুক্তি পেয়েছে জাজ মাল্টিমিডিয়ার আলোচিত ছবি 'পোড়ামন-২'। মুক্তির পর থেকেই ব্যাপক প্রশংসিত হচ্ছে সিনেমাটি। শুধু তাই নয় বক্স অফিসেও দারুণ সাড়া ফেলেছে এ সিনেমা। দীর্ঘদিন পর দর্শকদের হলমুখী করতেও বড় ভূমিকা রেখেছে সিয়াম-পূজা অভিনীত ছবিটি। এর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবুকে।

সিনেমাটির সম্পর্কে তিনি বলেন, আমরা খুব চমৎকার লোকেশনে এ সিনেমাটির শুটিং করেছি। চলচ্চিত্রে আমাদের নতুন নায়ক এবং একজন নায়িকাকে নিয়ে নতুন নির্মাতার সঙ্গে কাজ করেছি। আমরা চমৎকার একটি গল্প উপস্থাপনের চেষ্টা করেছি। আমি ইতিমধ্যে অনেকগুলো ছবিতে অভিনয় করেছি। সবগুলো ছবিতেই আমি এক ধরণের প্রত্যাশা নিয়েই কাজ করি। এই ছবিটি নিয়েও আমার অনেক প্রত্যাশা। আমার বিশ্বাস, এ ছবিটিও দর্শকদের মনে স্থান করে নেবে।

ছবিতে আপনার চরিত্র কী? এমন প্রশ্নে ফজলুর রহমান বাবু বলেন, সেটা আপনারা হলে গেলেই জানতে পারবেন। সকলকে হলে গিয়ে ছবিটি দেখার আমন্ত্রণ জানাই। আর হলে গেলেই বুঝতে পারবেন আমি ভিন্ন চরিত্রেই অভিনয় করছি। আর সেটা করতেই আমি পছন্দ করি।

নেতিবাচক চরিত্রে কাজ করছেন কী না? এ প্রশ্নের জবাবও খুব সুক্ষ্মভাবেই দিলেন এ অভিনেতা, আসলে আমি দীর্ঘদিন নেতিবাচক চরিত্রে অভিনয় করছি না। সবচেয়ে বড় কথা আমি বেশ কয়েকটা ছবিতে অভিনয় করার পর দর্শক আমাকে দুঃখী পিতা বলেই ডাকেন। তারা ভাবেন যে আমি এ চরিত্রেই অনেকটা স্থির হয়ে গিয়েছি। বিশেষ করে অজ্ঞাতনামা বা আরো কয়েকটি ছবি দেখলেই বুঝতে পারবেন। আর একজন কমপ্লিট বা সম্পূর্ণ চরিত্রের অভিনেতার ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করা উচিৎ বলেই আমি মনে করি। আমি নিজেও সেই চেষ্টা করি।

গোনিউজ২৪/এআরএম

বিনোদন বিভাগের আরো খবর