রোহিঙ্গা ক্যাম্পে প্রিয়াঙ্কার লাইভ


বিনোদন প্রতিবেদক: প্রকাশিত: মে ২৪, ২০১৮, ১২:৩৩ পিএম
রোহিঙ্গা ক্যাম্পে প্রিয়াঙ্কার লাইভ

জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অবস্থা পরিদর্শনে রয়েছেন বলিউড ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। গত সোমবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে ঢাকায় এসে পৌছান এ অভিনেত্রী। সেখান থেকে চলে যান কক্সবাজার। আসার পর থেকেই রোহিঙ্গা ক্যাম্পগুলো ঘুরে ঘুরে দেখছেন তিনি। টানা তিনদিন সার্বিক পরিস্থিতি দেখে রোহিঙ্গাদের অবস্থা তুলে ধরতে ক্যাম্প থেকেই সরাসরি ফেসবুক লাইভে এসেছেন প্রিয়াঙ্কা।

লাইভে তিনি বলেন, বর্তমানে কক্সবাজারে অনেক গরম। এর মাঝে শরণার্থীদের জন্য যথেষ্ট পরিমাণ বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই। এসময় রোহিঙ্গাদের দুরবস্থার কথা জানিয়ে তাদের সহায়তায় এগিয়ে আসতে বিশ্ববাসীর কাছে আহ্বান জানিয়েছেন সাবেক এই বিশ্বসুন্দরী। কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে একটি শিশুবান্ধব এলাকা (চাইল্ড ফ্রেন্ডলি স্পেস) থেকে বৃহস্পতিবার দেয়া ফেসবুক লাইভে এ আহ্বান জানান তিনি।

রোহিঙ্গা ক্যাম্পের দুর্বল স্থাপনাগুলোতে এই ঝড়বৃষ্টির সময় আশ্রয় নেয়া মানুষগুলো কতটা অনিরাপদ ও অসহায় তা তুলে ধরেন প্রিয়াঙ্কা। অর্থ, সরঞ্জাম, খাদ্য, শ্রম, সমর্থন, যে কোনো কিছু দিয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে সবার প্রতি তিনি অনুরোধ জানান।

‘ল্যাট্রিনগুলো চাপকলসহ পরিষ্কার পানির উৎসগুলোর খুব কাছাকাছি। এ কারণে বৃষ্টি হলে ল্যাট্রিনগুলো ভরাট হয়ে উপচে পড়ে আর পানির উৎসগুলোকে দূষিত করে ফেলে। যার ফলে নানা রোগব্যাধি ছড়িয়ে পড়ছে।

রোহিঙ্গারা বাঁশ, চাটাই আর প্লাস্টিকে তৈরি বদ্ধ, দরজা-জানালাবিহীন ঝুপড়িতে বসবাস করে উল্লেখ করে প্রিয়াঙ্কা বলেন, তাদের কোনো চাকরি নেই, কোনো সুযোগ সুবিধা নেই। শিশুরা শুধু এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, বোঝার চেষ্টা করছে তাদের সাথে আসলে কী ঘটল।

শুধু রোহিঙ্গা নয়, বিশ্বের সব শরণার্থীদের অবস্থার পরিবর্তনে ধর্ম, গোত্র নির্বিশেষে সমাজকে এগিয়ে আসতে হবে বলে জানালেন বলিউডের এ নায়িকা। বলেন, সমাজকে এদের প্রতি, বিশেষ করে শিশুদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। এছাড়াও ফেসবুক লাইভে দর্শকদের আরও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কার ধারণকৃত লাইভটি দেখুন এই লিঙ্কে....

গোনিউজ২৪/এআরএম

বিনোদন বিভাগের আরো খবর