লাভ নয়, কোয়ালিটির কথা চিন্তা করি: জ্যোতি


বিনোদন প্রতিবেদক: প্রকাশিত: মে ২৪, ২০১৮, ১০:৫৩ এএম
লাভ নয়, কোয়ালিটির কথা চিন্তা করি: জ্যোতি

ফের কলকাতার ছবিতে অভিনয় করছেন ঢাকাই ছবির নায়িকা জ্যোতিকা জ্যোতি। ‘ফার্নিচার’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে দেখা যাবে এ অভিনেত্রীকে। ৩০ মিনিট দৈর্ঘ্যের এ চলচ্চিত্রটি নির্মাণ করছেন নাজমুস সাকিব হিমেল। জ্যোতি জানান, ছবিটির শুটিং শুরু হয়েছে কলকাতার মালদহতে। গল্পের প্রেক্ষাপট বাংলাদেশ। ছবিতে তার সহশিল্পী হিসেবে আছেন বাংলাদেশের দীপক সুমন। বাকি শিল্পীরা কলকাতার। তিনি গতকাল থেকে এর শুটিংয়ে অংশ নিচ্ছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করার পর বাংলাদেশি তরুণ নাজমুস সাকিব হিমেল বৃত্তি নিয়ে পড়তে যান কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে। প্রতিষ্ঠানটির নিয়ম অনুযায়ী শেষ বর্ষে পড়ার সময় একটি ছবি নির্মাণ করতে হয়। সে অনুযায়ী ‘ফার্নিচার’ নামের ৩০ মিনিটের ছবি নির্মাণ করতে যাচ্ছেন হিমেল। আর সেই সূত্রেই এই স্বল্পদৈর্ঘ্যে অভিনয় করবেন জ্যোতিকা জ্যোতি।

জ্যোতি জানান, ‘এই কাজটা করতে গিয়ে ঈদের কাজ ও একটা বিজ্ঞাপন করতে পারিনি। আমি কাজের কোয়ান্টিটি বা আর্থিক লাভের কথা না ভেবে কাজের কোয়ালিটিটা নিয়ে চিন্তা করি। ভালো কাজটাই আমাকে টানে। এটা একটি প্রতিষ্ঠানের জন্য নির্মিত হচ্ছে। এই আবেগটাই আমাকে বেশি আগ্রহী করেছে কাজটি করতে।’

এর আগেও অবশ্য জ্যোতি কলকাতার ছবিতে অভিনয় করেছেন। সম্প্রতি কলকাতার ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ ছবির শুটিং শেষ করেছেন জ্যোতি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ অবলম্বনে নির্মিত এ ছবিটি পরিচালনা করছেন প্রদীপ্ত ভট্টাচার্য্য।

গোনিউজ২৪/এআরএম

বিনোদন বিভাগের আরো খবর