তাজিন আহমেদ মারা গেছেন


বিনোদন প্রতিবেদক: প্রকাশিত: মে ২২, ২০১৮, ০৫:২৭ পিএম
তাজিন আহমেদ মারা গেছেন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার সকাল ১০টায় হৃদ্‌রোগে আক্রান্ত হলে তাকে উত্তরার রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাজিনকে। অবশেষে বিকেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাজিনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।
 
তিনি জানান, ‌তাজিন তার উত্তরার বাসাতে হৃদরোগে আক্রান্ত হন। এরপর দ্রুত তাকে রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। আমাদের সবাইকে ছেড়ে বিকেল ৪ টা ৩৪ মিনিটে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’

উল্লেখ্য, ২০০০ সালে ‘আরণ্যক’ নাট্যদলে যোগ দিয়ে জীবনের শেষ পর্যন্ত ‘আরণ্যক’-এর সঙ্গেই যুক্ত ছিলেন। টিভিনাটকে অভিনয় করে পরবর্তীসময়ে দর্শকের কাছে প্রিয় হয়ে ওঠেন তাজিন আহমেদ। রেডিও এবং টেলিভিশনে উপস্থাপনাও করেছেন।

তাজিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর করে তাজিন আহমেদ ভোরের কাগজ, প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। আনন্দ ভুবন ম্যাগাজিনের কলামিস্টও ছিলেন তিনি। পরে মার্কেন্টাইল ব্যাংকে পাবলিক রিলেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গোনিউজ২৪/এআরএম

বিনোদন বিভাগের আরো খবর