মালার দেখা ‘ঢাকা’ কেমন? (ভিডিও)


বিনোদন প্রতিবেদক: প্রকাশিত: এপ্রিল ২০, ২০১৮, ০৪:৫৮ পিএম
মালার দেখা ‘ঢাকা’ কেমন? (ভিডিও)

প্রবাসী সংগীতশিল্পী মালা সুরের যাদুতে জয় করে নিয়েছেন দর্শকের মন। তার বসবাস অস্ট্রেলিয়ায়। সময় পেলেই ছুটে আসেন জন্মভূমি বাংলাদেশে। ঘুরে বেড়ান প্রিয় শহর ঢাকার অলিগলিতে।

ঢাকা নিয়ে তার ভালোবাসার যেন শেষ নেই। তাইতো প্রিয় এই শহর নিয়ে এবার গান গাইলেন মালা। গানের কথা ও সুর করেছেন এই সঙ্গীতশিল্পী নিজেই। শিরোনাম ‘এই ঢাকা’।

১৮ এপ্রিল গানটির মিউজিক ভিডিও ইউটিউবে ‘আরটিভি মিউজিক চ্যানেল’-এ প্রকাশ হয়েছে। গানটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। উপদেষ্টা হিসেবে ছিলেন সৈয়দ আশিক রহমান।  

গানটির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, “ঢাকা গানটি আমার নিজের লেখা প্রিয় গানগুলোর মধ্যে একটি। কারণ ছোটবেলা থেকে ঢাকায় বড় হয়েছি। এখন দেশের বাইরে আছি। যখন ঢাকা বা দেশে ছুটে যাই। তখন ঢাকার সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে। সেই চেনা-জানা অলিগলিগুলো মনে পড়ে। 

যেখানেই থাকি না কেন ছোটবেলার এই নস্টালজিক পুরনো ঢাকা, নতুন ঢাকা চোখের সামনে ভাসে। চোখের সামনে দিয়ে ঢাকার যে পরিবর্তনগুলো আসছে এসব দেখা। এই ভাবনা থেকেই ঢাকা গানটি লিখেছি।”

মিউজিক ভিডিও প্রসঙ্গে মালা বলেন, ‘বাংলাদেশের মিউজিক ভিডিও নির্মাতাদের মধ্যে তানিম রহমান অংশু গুণী একজন পরিচালক। দেশে থাকাকালীন সময়ে আমাদের সবার প্রিয় আশিক ভাই (সৈয়দ আশিক রহমান) বললেন, গানটির একটি ভিডিও করার জন্য। 

এরপর অংশুর সঙ্গে কথা হয়। তিনি এই ভিডিওটির জন্য সময় দিয়েছেন। আমি ভিডিওটির শুটিংয়ের জন্য একদিন সময় দিয়েছিলাম। এরপর অংশু ঢাকার বিভিন্ন স্বনামধন্য জায়গাগুলো ঘুরে ঘুরে আরও দুইদিন শুটিং করেছেন।’

এই সঙ্গীতশিল্পী আরো বলেন, ‘গানটির সঙ্গীতায়োজন করেছেন শাকের রাজা। খুবই ট্যালেন্টেড একজন সঙ্গীত পরিচালক। আর গানের কথাগুলো আমাদের সবারই আসলে মনের কথা, চেনা-জানা অলিগলি। সেসবই তুলে ধরেছি।’

ভিডিওটি উপভোগ করুন এখানে...

গো নিউজ২৪/জাবু

বিনোদন বিভাগের আরো খবর