কলকাতার প্রেক্ষাগৃহে ‘স্বপ্নজাল’


প্রকাশিত: এপ্রিল ২০, ২০১৮, ০২:০১ পিএম
কলকাতার প্রেক্ষাগৃহে ‘স্বপ্নজাল’

দেশীয় অঙ্গনে সিনেপ্রেমীকদের মাতিয়ে রাখছেন ‘স্বপ্নজাল’। দেশের গন্ডী পেরিয়ে এবার বিদেশ যাওয়ার পালা। শুরুটা কানাডা দিয়ে হচ্ছে। 

২৭ এপ্রিল সেখানে মুক্তি পাচ্ছে পরীমনি ও ইয়াশ রোহান অভিনীত আলোচিত যৌথ প্রযোজনার ছবি ‘স্বপ্নজাল’।

তবে এর চেয়েও বড় পরিসরে ৪ মে ছবিটি মুক্তি পাচ্ছে ‍ওপার বাংলা কলকাতায়। আর এ কারণে সংবাদ সম্মেলনের জন্য আজ (২০ এপ্রিল) সেখানে উড়াল দিচ্ছেন পরীমনি, ইয়াশ ও গিয়াস উদ্দিন সেলিম। 

সঙ্গে থাকছেন ছবির বাংলাদেশ অংশের প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল ক্রিয়েশনস-এর পক্ষে আবুল খায়ের লিটু ও লুভা নাহিদ চৌধুরী। ভারত অংশের প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল বারতা এগুলো দেখভাল করছে। 

সেখানে পরিবেশনার কাজ করছে  কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। পুরো বিষয়টি জানালেন গিয়াস উদ্দিন সেলিম।

তিনি বললেন, ‘ওপারেও ছবিটি নিয়ে আমরা বড় ধরনের প্রস্তুতি নিচ্ছি। টানা দু সপ্তাহ আমাদের প্রচারণা চলবে। এর অংশ হিসেবে আমরা কলকাতার মিডিয়ার সঙ্গেও বসব।’

জানা যায়, সেখানে আজকের (২০ এপ্রিল) সংবাদ সম্মেলনের পর শুরু হবে ছবির আনুষ্ঠানিক প্রচারণা।

এদিকে, ২৭ এপ্রিল কানাডায় চারটি স্থানে মুক্তি পাচ্ছে ‘স্বপ্নজাল’। টরেন্টো, উইনিপেগ, ক্যালগারি এডমন্টন শহরে ছবিটি দেখানো হবে।

গো নিউজ২৪/জাবু

বিনোদন বিভাগের আরো খবর