চলচ্চিত্রের জন্য এটা ভয়াবহ: ফেরদৌস


বিনোদন প্রতিবেদক: প্রকাশিত: মার্চ ১৯, ২০১৮, ০৩:১৫ পিএম
চলচ্চিত্রের জন্য এটা ভয়াবহ: ফেরদৌস

চলতি বছরের শুরু থেকেই জমছে না বাংলাদেশের প্রেক্ষাগৃহ। হল কাঁপানো কোনো ছবি না থাকায় প্রেক্ষাগ্রহ প্রায় দর্শকশূন্য। নতুন বছরের প্রায় তিন মাস পেরিয়ে গেলেও দেখা যায়নি সাড়া জাগানো কোনো সিনেমা।মন্দা অবস্থার মধ্যেই বছরের শুরুতেই মুক্তি পায় মানহীন কিছু সিনেমা। আর এতেই দর্শকশূন্য হয়ে পড়ে হলগুলো।

সিনেমা প্রেমীরা আশা করেছিলেন শিগগিরই এ ক্ষতি পুষিয়ে যাবে। কারণ এই তিন মাসে অন্য কোনো সিনেমায় ভরসা করা না গেলেও ঢালিউড কিং শাকিব খানের দিকে তাকিয়ে ছিলেন হল মালিকরা। কিন্তু এতেও কাজ হয়নি। শাকিবের সিনেমাও হলমুখী করতে পারেনি দর্শকদের। এদিকে গত কয়েকদিন ধরেও প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি কোনো সিনেমা। তাই একেবারেই দর্শকশূণ্য হয়ে পড়েছে হলগুলো। বড় ধরণের লোকসানের মুখে হল মালিকরা।

বিষয়টি নিয়ে দেশের শীর্ষস্থানীয় এক গণমাধ্যমকে ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক ফেরদৌস বলেন, নিঃসন্দেহে এটা আমাদের চলচ্চিত্রের জন্য ভয়াবহ খবর। একধরনের জটিলতা চলছে। নির্মাতা দোষ দিচ্ছেন প্রেক্ষাগৃহের, প্রেক্ষাগৃহের মালিক বলছেন, ছবিই হচ্ছে না। সরকার বছরে কয়েকটি ছবির পৃষ্ঠপোষকতা করছে, কিন্তু সেই ছবিগুলো ঠিক সময়ে শেষ হচ্ছে না। ছবি বানানোয় নির্মাতাদের মনোযোগের ঘাটতি আছে।

ছবি তৈরির পদ্ধতি সঠিকভাবে না মানায় মান্দাতার আমলের হয়ে যাচ্ছে ছবিগুলো। দেখা যায় শুটিং শুরু থেকে মুক্তির আগমুহূর্ত পর্যন্ত পত্রপত্রিকা, টেলিভিশন, ফেসবুকসহ সামাজিক সব যোগাযোগমাধ্যমে ছবিটি নিয়ে আলোচনা হচ্ছে, যেই মুক্তি পেল, খবর পাই-মুখ থুবড়ে পড়ছে ব্যবসা। নতুন পরিচালকেরা নতুন ভাবনা নিয়ে ঠিকই আসছেন, কিন্তু চিত্রনাট্যের জায়গায় মার খাচ্ছেন। এর থেকে উত্তরণের জন্য বড় ধরণের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

গোনিউজ২৪/এআরএম

বিনোদন বিভাগের আরো খবর