সিনেমা হলে বাংলাদেশ-ভারত ফাইনাল


মিঠু: প্রকাশিত: মার্চ ১৮, ২০১৮, ০৪:১৯ পিএম
সিনেমা হলে বাংলাদেশ-ভারত ফাইনাল

চলতি বছরের শুরু থেকেই জমছে না বাংলাদেশের প্রেক্ষাগৃহ। হল কাঁপানো কোনো ছবি না থাকায় প্রেক্ষাগ্রহ প্রায় দর্শকশূন্য। উপায় না পেয়ে ভিন্ন পথে হাঁটতে হচ্ছে জোনাকি সিনেমা হলের মালিককে। হলে দর্শক টানতে ছবির পরিবর্তে বাংলাদেশ-ভারত ফাইনাল খেলা দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।

নিদাহাস ট্রফি’র ফাইনাল খেলা দেখানো হবে এই প্রেক্ষাগৃহে। এই ম্যাচটি উপভোগ করার জন্য টিকিট কিনতে হবে দর্শকদের। টিকিটের দামও নির্ধারণ করা হয়েছে। ডিসি সিটের টিকিটের দাম ধরা হয়েছে সত্তর টাকা আর রিয়ার সিটের জন্য গুনতে হবে ষাট টাকা। সিনেমা হলে খেলা দেখানোর জন্য হলের বাইরে পোস্টারও সাঁটানো হয়েছে। খেলা দেখানোর জন্য সন্ধ্যা ৭টায় হলের গেট খোলা হবে।

এমন অভিনব পদ্ধতি অবাক করেছে সবাইকে। কেউ কেউ বলছেন যাই হোক ভালো একটি উদ্যোগ। জনশূন্য প্রেক্ষাগৃহ আবারো জমজমাট হবে। আবার কেউ কেউ রসিকতা করেই বলছেন আজ হল কাঁপাবে নাগিন ড্যান্সের ম্যাচ। হল মালিকও আশা করছেন দীর্ঘদিন পর হলমুখী হবেন দর্শকরা। হোক না সেটা খেলার জন্য।

উল্লেখ্য, চলতি বছরের প্রায় তিন মাস পেরিয়ে গেলেও হল কাঁপানো সিনেমা দেখা যায়নি। তাই দর্শকরাও অনেকটা হলবিমুখ হয়ে পড়েছেন। দেশীয় ও কলকাতার কয়েকটি সিনেমা হলে মুক্তি পেলেও মুখ থুবড়ে পড়েছে ব্যবসা। এর মাঝে গত কয়েকদিন ধরে মানসম্মত কোনো সিনেমাও মুক্তি পায়নি। তাই সিনেমা শূন্য প্রেক্ষাগৃহ লোকসানের ভার কাটিয়ে উঠতে অন্য কোনো ছবির পরিবর্তে বাংলাদেশ-ভারত ফাইনালকেই বেছে নিয়েছেন।

গোনিউজ২৪/এআরএম

বিনোদন বিভাগের আরো খবর