ভেঙে গেল জনপ্রিয় ব্যান্ড আর্টসেল


বিনোদন প্রতিবেদক: প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০১৮, ১১:৩৮ এএম
ভেঙে গেল জনপ্রিয় ব্যান্ড আর্টসেল

দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড আর্টসেল ভেঙে গেছে। সোমবার ফেসবুকে ব্যান্ডের অন্যতম সদস্য লিংকন এমনটি জানিয়েছেন। তিনি লিখেছেন, প্রিয় ভক্তবৃন্দ, আমরা (লিংকন, সাজু, সেজান) আর আর্টসেলের এরশাদের সঙ্গে কাজ করতে চাই না। আমরা আমাদের এই কথা তাকে অফিশিয়ালি জানিয়ে দিয়েছি।

তিনি আরো লিখেন, এরশাদ আর্টসেলের ফেসবুক পেজ অবৈধভাবে তার দখলে রেখেছে। এই পেজের মাধ্যমে ক্রমাগত ভ্রান্তিমূলক ও মিথ্যা তথ্য দিয়ে সবাইকে বিভ্রান্ত করছে। তাই আমরা অনুরোধ করছি, আপনারা এই পেজের যেকোনো তথ্য প্রত্যাখ্যান করুন।

এরপর গণমাধ্যমকে লিংকন জানান, ‘ব্যান্ডের অভ্যন্তরীণ সংকট অনেক দিনের। এক বছর যাবৎ এরশাদকে নিয়ে আর কোনো কনসার্টে অংশ নিইনি।’ পারস্পরিক দ্বন্দ্বের কারণে আমাদের দুজন সদস্য সাজু ও সেজান প্রায় সাড়ে চার বছর যাবৎ অস্ট্রেলিয়ায় আছেন। তাদের পরিবর্তে দুজন অতিথি শিল্পীকে নিয়ে আমরা বিভিন্ন কনসার্টে অংশ নিয়েছি।

এরশাদের ব্যাপারে ব্যান্ডের অন্য তিনজন সদস্যের অভিযোগ, ‘ব্যান্ডের প্রতি এরশাদের প্রতিশ্রুতির যথেষ্ট অভাব রয়েছে। সে ব্যান্ডের অন্য সদস্যদের ওপর নিজের আধিপত্য বিস্তার করে। এখানে কোনো ব্যান্ড লিডার নেই। আলোচনা করে সবাই সিদ্ধান্ত নেয়। কিন্তু তার একচ্ছত্র আধিপত্যের কারণে আর্টসেলের স্বাভাবিক কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করা সম্ভব হয়নি।’

উল্লেখ্য, গতবছরই আর্টসেলের তৃতীয় অ্যালবাম আসার কথা। অনেকদিন থেকে অপেক্ষায় থাকা ভক্তরা অ্যালবামটি নিয়ে অনেক উচ্ছ্বসিত ছিলেন। কিন্তু বহু আকাঙ্খিত এ অ্যালবাম এর কাজ শেষ করা যায়নি এরশাদের অসহযোগিতার কারণেই।

গোনিউজ২৪/এআরএম

বিনোদন বিভাগের আরো খবর