অবশেষে বিন্দুর খোঁজ মিলল


বিনোদন প্রতিবেদক: প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০১৮, ১০:৫৩ এএম
অবশেষে বিন্দুর খোঁজ মিলল

নাট্য অভিনেত্রী আফসানা আরা বিন্দু। বিচ্ছেদের সুর যখন তুঙ্গে, ঠিক তখনই কোথাও নেই বিন্দু। স্বামীর খোঁজ মিললেও পাওয়া যায়নি বিন্দুকে।

বিন্দু কোথায় আছে? এমন প্রশ্নেরও কোন সদুত্তর দিতে পারেননি তার স্বামী। 

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বিন্দুর খোঁজ মিললো। এবারের ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আমেরিকার নিউ ইয়র্কে সমাবেত হয়ে দিনটি উদযাপন করেছেন বাংলাদেশের টেলিভিশন পর্দার বেশ কয়েকজন অভিনেত্রী। 

তাদের মধ্যে আছেন- রোমানা খান, আফসানা আরা বিন্দু, মোজেজা আশরাফ মোনালিসা, রিচি সোলায়মান ও আঁখি চৌধুরী। 

আর সেদিন তোলা ছবিগুলো ফেসবুকে পোস্ট করেছেন মোনালিসা। ক্যাপসনে লিখেন, ‘ভ্যালেন্টাইন পার্টি।’

লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে টেলিভিশনের পর্দায় আবির্ভাব ঘটে বিন্দুর। প্রথম রানার আপ হয়েছিলেন। 

বিন্দুর প্রথম চলচ্চিত্র হুমায়ূন আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ ছিল ব্যবসায়িকভাবে সফল। ধীরে ধীরে তিনি মডেল এবং উপস্থাপক হিসেবেও খ্যাতি লাভ করেন। এরপর ‘জাগো’ তার আরেকটি ব্যবসাসফল চলচ্চিত্র। 

বিন্দু অসংখ্য জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপণ চিত্রে কাজ করেছেন। তার সর্বশেষ অভিনীত ‘এইতো প্রেম’ চলচ্চিত্রটি ২০১৫ সালের ১৩ মার্চ মুক্তি পায়।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৪ অক্টোবর ব্যবসায়ী আসিফ সালাহউদ্দিন মালিকের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তিনি। তারপর থেকেই তিনি আর অভিনয়ে নিয়মিত হতে পারেননি। 

একপর্যায়ে ঘোষণা দিয়েই মিডিয়া ছেড়ে দেন তিনি। দীর্ঘ এই পথ চলা তাদের আর এগিয়ে নিতে পারেনি। বছরের শুরুর দিকে তাদের বিচ্ছেদের গুঞ্জন উঠে।

গো নিউজ২৪/জাবু

বিনোদন বিভাগের আরো খবর