এবার ভিন্ন ধাঁচের নাটকে মোশাররফ


বিনোদন প্রতিবেদক: প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০১৮, ০১:২২ পিএম
এবার ভিন্ন ধাঁচের নাটকে মোশাররফ

একসঙ্গে অনেক নাটকই করেছেন। এবার করবেন পুরো ভিন্ন ধারার এক গল্পে। বলছিলাম জনপ্রিয় জুটি মোশাররফ করিম ও অপর্ণা ঘোষের কথা। ভিন্ন ভাবনার গল্প নিয়েই তারা এবার হাজির হচ্ছেন। নাটকে মোশাররফ করিম অভিনয় করেছেন কবির চরিত্রে। তবে নামটা বেশ অদ্ভুত! ভুতনাথ! ‘কহেন কবি ভুথনাথ’ নামক একটি নাটকে অভিনয় করেছেন হালের সবচেয়ে জনপ্রিয় এই টিভি অভিনেতা।

নাটকটি রচনা করেছেন মেহরাব জাহিদ। পরিচালনা করেছেন মুরসালিন শুভ। নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ। এছাড়াও রয়েছেন মনিরা মিঠু, রিফাত চৌধুরী, রিপন মিয়া ও রিমি প্রমুখ।
 
চরিত্রের বিষয়ে মোশাররফ করিম বলেন, আমার চরিত্রটির ডাইমেনশন বেশ মজার। কাজ করে আনন্দ পেয়েছি।’

অন্যদিকে অপর্ণা বলেন, অভিনয়ের সুযোগ আছে এমন চরিত্রের খোঁজ আমি সব সময় করি। ভালোবাসার অন্যরকম আঙ্গিক আছে গল্পটিতে। চরিত্রটিতে ফুঁটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি ভালো লাগবে সবার।’

নাটকের গল্পে দেখা যায়, মোশাররফ করিম একজন ভূত। আবার কবিও। ভূত কবি। ভূতের সমাজে এ কবির পরিচিতি ভূতনাথ। কিন্তু সে ভূত সমাজে রাষ্ট্রদোহী হয়েছে কবিতা লিখে। এখন ফেরারি আসামি। মানবসমাজে এসে নাম নিয়েছে মজনু। কবিতাচর্চা করে ভালোবাসায় যদি মেয়েদের মন জয় করতে পারে, তবেই পারবে ভূতের সমাজে ফিরে যেতে। অন্যথায় তার গলায় পড়বে ফাঁসি বা যাবজ্জীবন কারাদন্ড।

ভূত কবি মানবসমাজের মজনু মিয়া ট্রাঙ্ক আর প্রয়জনীয় জিনিসপত্র নিয়ে পুরান ঢাকার এক বাড়িতে উঠেছেন। উঠার পূর্বে তার সেখানকার এক পুরানো বাসিন্দা ভূত কবি মজনু মিয়াকে সাবধান করে দেয়, যেখানে সে সাবলেটে থাকতে এসেছে সেখানে অনেক পূর্বে এক মেয়ে সুইসাইড করে এবং তারপর থেকে মেয়েটা ভূত হয়ে বসবাস করে।

ভূত কবি মজনু মিয়া এসব শুনে হাসে, ভূতের আবার ভূতের ভয়! পরের কাহিনী জানতে দেখতে হবে নাটকটি।

গোনিউজ২৪/এআরএম

বিনোদন বিভাগের আরো খবর