কোটির ক্লাবে ‘মন খারাপের দেশে’


বিনোদন প্রতিবেদক: প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০১৮, ০৭:৩৪ পিএম
কোটির ক্লাবে ‘মন খারাপের দেশে’

প্রতিনিয়তই নতুন নতুন গানে জনপ্রিয়তা অর্জন করছেন কণ্ঠশিল্পী ইমরান। নতুন বছরও তার গানের মিউজিক ভিডিও ‘মন খারাপের দেশে’ কোটির ক্লাব স্পর্শ করেছে। শুধু গান নয়, নতুন মডেল রোতসীর সঙ্গে মিউজিক ভিডিওতে পারফর্ম করেও ব্যাপক প্রশংসিত হয়েছেন। তার এ গানটি ২৩ জানুয়ারি ইউটিউবে কোটি দর্শক-শ্রোতার ছোয়া পেয়েছে। ২০১৭ সালে বাংলাদেশে প্রকাশিত সব গানের মধ্যে এটাই প্রথম যা একশ কোটির ক্লাব স্পর্শ করেছে।

এ প্রসঙ্গে ইমরান বললেন, আমি মনে করি গেল বছরে প্রকাশিত অসংখ্য গানের ভিড়ে আমাদের এই গানটি সবচেয়ে সফল- সেটাই প্রমাণ হলো ইউটিউবের এই কোটি ভিউর মাধ্যমে।

সত্যি কথা বলতে এটা খুবই আনন্দের খবর। বছরের শুরুতেই এমন একটি মাইলফলক ছুঁতে পেরে আমি আনন্দিত। এর কৃতিত্ব মোটেই আমার একার নয় বরং সংশ্লিষ্ট সবার। কৃতজ্ঞতা জানাই এর প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি’র প্রতি। আর দর্শক-শ্রোতাদের প্রতি ভালোবাসা তো থাকছেই।

‘মন খারাপের দেশে’ গানটির সুর করেছেন নাজির মাহমুদ। অন্যদিকে গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। মাত্র ৮ মাসে ভিডিওটির ভিউ কোটির ঘর পেরোনোতে আনন্দিত প্রযোজনা প্রতিষ্ঠান সিমভিও।

উল্লেখ্য, এর আগে ইমরানের গাওয়া 'দিল দিল দিল' দুই কোটি পঞ্চাশ লাখের উপরে দেখা হয়েছে। যেখানে মডেল হিসেবে ছিলেন শাকিব ও বুবলী।

গোনিউজ২৪/এআরএম

বিনোদন বিভাগের আরো খবর