হ্যারি-মেগানকে নিয়ে সিনেমা বানাবেন বাঙালি পরিচালক


বিনোদন ডেস্ক: প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০১৮, ০৬:৩৮ পিএম
হ্যারি-মেগানকে নিয়ে সিনেমা বানাবেন বাঙালি পরিচালক

ব্রিটিশ রাজপুত্র হ্যারি ও অভিনেত্রী মেগান মার্কেলের প্রেম কাহিনী নিয়ে ছবি নির্মাণ করতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মেনহাজ হুদা।

সম্প্রতি হ্যারি অ্যান্ড মেগান: দ্য রয়্যাল লাভ স্টোরি টিভি মুভি নির্মাণের ঘোষণা দেয় মার্কিন টিভি চ্যানেল লাইফটাইম। সেই সঙ্গে তারা পরিচালক হিসেবেও মেনহাজের নাম ঘোষণা করে।

মেনহাজকে পরিচালক হিসেবে নেওয়ার কারণ হিসেবে চ্যানেল লাইফ টাইম জানায়, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এই পরিচালকের বেশ খ্যাতি রয়েছে। এর আগে তার নির্দেশিত জাম্প বয়, ইজ হ্যারি অন দ্য বোট?, মারফি’স ল, মার্ডার ইন মাইন্ড ছবিগুলো আলোচনায় এসেছিল। সম্প্রতি তার পরিচালনায় নির্মিত দ্য রয়্যালস টিভি সিরিজের একটি পর্বও বেশ প্রশংসিত হয়। এসব কাজের স্বীকৃতি হিসেবে সবচেয়ে সম্মানজনক পুরস্কার আসর বাফটা থেকেও স্বীকৃতি পান মেনহাজ।

উল্লেখ্য, ২০১৬ সালে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের পরিচয় হয়। এরপর থেকেই বাড়তে থাকে ঘনিষ্ঠতা। অভিনেত্রী মেগান মার্কেল ও প্রিন্স হ্যারির প্রেমকাহিনি বেশ চড়াই-উতরাই পেরিয়েছে। গত নভেম্বরে প্রিন্স হ্যারির সঙ্গে বাগদানের পর মেগানের গায়ের রং নিয়ে অনেক বিতর্কের মুখে পড়তে হয়। গুঞ্জন আছে, রাজপরিবারও মেগানকে মেনে নিতে অনেক সময় নিয়েছে। আর এসব গল্প নিয়েই তৈরি হচ্ছে হ্যারি অ্যান্ড মেগান: দ্য রয়্যাল লাভ স্টোরি।

প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের বিয়ে হবে আগামী ১৯ মে। মজার বিষয় হলো নাম চূড়ান্ত না হওয়া এ ছবিটির প্রিমিয়ারও একই মাসে হবে।


গোনিউজ২৪/এআর

বিনোদন বিভাগের আরো খবর