অভিনেত্রী থেকে লেখক ভাবনা


বিনোদন প্রতিবেদক: প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০১৮, ০৪:৩২ পিএম
অভিনেত্রী থেকে লেখক ভাবনা

ভয়ঙ্কর সুন্দর সিনেমা দিয়ে কয়েক দিন আগেই বড় পর্দায় অভিষেক ঘটে আশনা হাবিব ভাবনার। এখন তিনি ভালোবাসা দিবস উপলক্ষে নাটকের কাজেই ব্যস্ত সময় পার করছেন। চলচ্চিত্রে কোনো অফার না থাকায় খন্ড নাটকেই সময় দিচ্ছেন।  

তবে নতুন খবর হচ্ছে, ছোট পর্দার এই অভিনেত্রী এবার লেখালেখিতে মন দিয়েছেন। প্রথমবারের মতো লিখলেন উপন্যাস। এই উপন্যাসের শিরোনাম 'গুলনেহার'। ৮৭ বছর বয়স্ক এক নারীর বর্তমান ও অতীত স্মৃতির ভেতর ভ্রমণ করে উপন্যাসটি রচনা করেছেন তিনি।  

তাম্রলিপির প্রকাশনী থেকে প্রকাশ পাচ্ছে এই উপন্যাস। আসছে বই মেলায় তার লেখা এ উপন্যাসটি পাওয়া যাবে। তাই শুধু অভিনেত্রীই নয় লেখক ভাবনা হিসেবেও আবির্ভাব ঘটছে এই অভিনেত্রীর।

এই বিষয়ে ভাবনা জানান, অনুপ্রেরণা থেকেই গতবছরের সেপ্টেম্বর থেকে এটি লেখা শুরু করি। প্রায় তিন মাসের মতো এ উপন্যাস নিয়ে ব্যস্ত ছিলাম।  অবশেষে বই আকারে প্রকাশ পাচ্ছে এটি।

ভাবনা আরো বলেন, ভাবছি লোকে পড়ে আবার কি বলে এই ভেবে লেখা শুরু করছিলাম না। পরে বন্ধুর অনুপ্রেরণা ও সাহসে লেখা শুরু করি। যদিও ছোটগল্প আগে থেকেই লিখতাম, এছাড়া নাটকের সিনপসিস-মূল ভাবনা তো ছিলই। পাঠকদের আমন্ত্রণ জানাচ্ছি বইটি পড়ার জন্য।

সম্প্রতি চয়নিকা চৌধুরীর পরিচালনায় দুটি খণ্ড নাটকে অভিনয় করছেন ভাবনা।

গোনিউজ২৪/এআর

বিনোদন বিভাগের আরো খবর