ক্যান্সারে আক্রান্ত ফুয়াদ


বিনোদন প্রতিবেদক: প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০১৮, ০৬:৩২ পিএম
ক্যান্সারে আক্রান্ত ফুয়াদ

ক্যানসারে আক্রান্ত সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। রোববার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এক ভিডিওবার্তায় ভক্তদের এ তথ্য জানান ফুয়াদ।

ভিডিও বার্তায় তিনি বলেন, আমার শরীরে প্যাপিলারি কারসিনোমা ধরা পড়েছে। এটা থাইরয়েড ক্যান্সার। তবে কোন পর্যায়ে আছে, তা এই মুহূর্তে বলতে পারছি না। থাইরয়েড ক্যান্সার নিরায়মযোগ্য। এই অসুখ নিয়ে অনেকে অনেক দিন বেঁচে থাকেন।

ভিডিওবার্তার নীচে শুভাকাঙ্খীরা কমেন্টে সমবেদনা জানিয়েছেন ফুয়াদকে। অনেকে সাহস জুগিয়েছেন। রোগ থেকে খুব শিগগিরই মুক্তি পাবেন-এমনটাই প্রত্যাশা এ শিল্পীর।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই আমেরিকায় বাস করছেন তিনি। পড়াশোনাও সেখানেই। মাঝে মধ্যে দেশে ফিরলেও গানের সঙ্গে আছেন নিয়মিতই। যুক্তরাষ্ট্রেও সবসময় সঙ্গীত নিয়ে ব্যস্ত থাকতেন এবং অবশেষে ১৯৯৩ সালে তিনি একটি ব্যান্ড দল 'যেফির' গঠন করেন। ১৯৯৯ সালে ব্যান্ড ভেঙে যাওয়ার পূর্ব পর্যন্ত তারা অনেকগুলো গান রেকর্ড করেন।

সম্প্রতি তার সংগীতায়োজনে ‘চলো না’ শিরোনামে একটি মিউজিক ভিডিও অনলাইনে ছাড়া হয়েছে।

গোনিউজ২৪/এআর

বিনোদন বিভাগের আরো খবর