হোটেলে ধরা পড়লেন দুই অভিনেত্রী


বিনোদন ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০১৭, ০৬:১৮ পিএম
হোটেলে ধরা পড়লেন দুই অভিনেত্রী

কম বাজেটেরে চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি যৌন ব্যবসায় জড়িত ছিলেন দুই ভারতীয় অভিনেত্রী। যৌন ব্যবসা চালাতে গিয়ে শনিবার রাতে হায়দ্রাবাদের একটি হোটেল থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

তাদের মধ্যে একজন বলিউডের রিচা সাক্সেনা এবং অন্য বাঙালি অভিনেত্রী শুভ্রা চট্টোপাধ্যায়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে হায়দ্রাবাদের ওই হোটেল মালিক সহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়।

এই দুই অভিনেত্রীই গত সোমবার মুম্বাই থেকে হায়দ্রাবাদে পালিয়ে আসেন বলে বিশেষ সূত্রে খবর পেয়েই পুলিশ শনিবার রাতে হায়দ্রাবাদের এই নামী হোটেলে তল্লাশি চালায়। আর তখনই পুলিশের হাতে ধরা পড়েন এই দুই অভিনেত্রী। তাদের কাছ থেকে উদ্ধার হয় নগদ ৫৫ হাজার টাকা। এছাড়াও  এক তেলেগু ফ্যাশন ডিজাইনারকেও আটক করেছে পুলিশ। যদিও এই ব্যবসায়ের পেছনে থাকা আসল আসামীকে গ্রেফতার করা যায়নি।  

জানা গিয়েছে, গ্রেফতার হওয়া রিচা সাক্সেনা নামে ওই অভিনেত্রী তেলেগু ও বলিউডের বিভিন্ন কম বাজেটের ছবিতে অভিনয় করেছেন। সম্প্রতি তেলেগু ছবিতেও অভিনয় করেন রিচা। বাঙালি অভিনেত্রী শুভ্রা চট্টোপাধ্যায়কেও দেখা যায় বিভিন্ন হিন্দি ধারাবাহিকে।

গো নিউজ২৪/জেডইউ

বিনোদন বিভাগের আরো খবর