জাজ’র ভালোবাসা


বিনোদন প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০১৭, ০২:৫৬ পিএম
জাজ’র ভালোবাসা

বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এদিকে ‘ঢাকা অ্যাটাক’ ও ‘হালদা’ পরিবেশন করে দারুণ ফর্মে আছে দি অভি কথাচিত্র। জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে এ প্রতিষ্ঠানের প্রতিযোগিতা দিন দিন বাড়বে এমনটা মনে করছেন চলচ্চিত্র বোদ্ধারা। সেখানে বক্স অফিস দ্বন্দ্ব এড়িয়ে গেল জাজ।

৯ ফেব্রুয়ারি একই দিনে মুক্তির কথা ছিল জাজ প্রযোজিত-পরিবেশিত যৌথ প্রযোজনার সিনেমা ‘নূর জাহান’ এবং দি অভি কথাচিত্রের ‘ভালো থেকো’। সম্প্রতি নিজেদের ছবিটি এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার ঘোষণা দিল জাজ। একমাত্র ভালোবাসা থেকেই এমন সিন্ধান্ত।

“নুর জাহান’-এর শুভ মুক্তির তারিখ”- শীর্ষক ফেসবুক পোস্টে জাজ জানায়, ‘নুর জাহান’ দুই কিশোর-কিশোরীর হৃদয় ছোঁয়া প্রেমের গল্প। তাই ইচ্ছা ছিল ‘নুর জাহান’ ভালোবাসা দিবসে মুক্তি দিব। সেই রকম চুক্তিই ছিল (ভারতের) রাজ চক্রবর্তী প্রোডাকশনের সাথে।

কিন্তু ইতিমধ্যে ‘ভালো থেকো’ – ভালোবাসা দিবসে মুক্তির তারিখ ঘোষণা করেছে। আর ‘ভালো থেকো’ জাজের নিয়মিত পরিচালক জাকির হোসেন রাজু স্যার ও আমাদের ঘরের নায়ক আরেফিন শুভর ছবি। ওদের প্রতি ভালোবাসা স্বরূপ – জাজ ‘নুর জাহান’ মুক্তি এক সপ্তাহ পিছিয়ে দিল। 

গত বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) মিটিং হল রাজ চক্রবর্তী প্রোডাকশন এবং এসভিএফ এর সাথে। জাজ এক সপ্তাহ পিছিয়ে দিয়েছে, তাই তারাও ভালোবাসা স্বরূপ এক সপ্তাহ পিছিয়ে দিল ।

তাই, ‘নুর জাহান’ মুক্তি পাবে- ১৬ ফেব্রুয়ারি ২০১৮- দুই বাংলায় এক সাথে। জয় হোক বাংলা চলচ্চিত্রের।”

অবশ্য একই দিনে মুক্তি পেলে ‘নূর জাহান’-এর সঙ্গে বক্স অফিস দ্বন্দ্ব হতো আরেক অতিপ্রতীক্ষিত সিনেমা ‘স্বপ্নজাল’-এর।

যদিও বক্স অফিস সাফল্য পেতে ঢালিউডে এক সপ্তাহ যথেষ্ট নয়। দেখা যাক কি হয়?

গো নিউজ২৪/জাবু

বিনোদন বিভাগের আরো খবর