অভিনেত্রী জয়া যখন দর্শক


বিনোদন ডেস্ক: প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০১৭, ০৬:৪৪ পিএম
অভিনেত্রী জয়া যখন দর্শক

বিজয় দিবস উপলক্ষে জয়া আহসানের ‘গেরিলা’সহ চারটি মুক্তিযুদ্ধের ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।  সারাদেশে এই ছবিগুলো বিনামূল্যে প্রদর্শিত হবে।

নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত চলচ্চিত্রটিতে বিলকিস বানু চরিত্রে অভিনয়ের জন্য জয়া পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।  ১৬ ডিসেম্বর সারাদেশের ১৫৭ হলে মুক্তিযুদ্ধের ছবিগুলো বিনামূল্যে প্রদর্শনের ব্যবস্থা করায় সরকার ও হল মালিকদের সাধুবাদ জানিয়েছেন জয়া আহসান।  এছাড়াও বিজয় দিবসে হলে বসে দর্শকদের সঙ্গে ছবিটি দেখবেন বলে জানিয়েছেন দুই বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী।

আজ ১৫ ডিসেম্বর শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জয়া জানান, ‘মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সারাদেশে গেরিলা সহ চারটি মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী করার জন্য সরকার সকল সিনেমা হল মালিকদের আহ্বান জানিয়েছেন।  সর্বমোট দেড়শতাধিক হলে সিনেমাগুলো দেখানো হবে।  সরকারের এ আয়োজনকে আমি সাধুবাদ জানাই।  নূতন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে এ ধরনের পদক্ষেপ অতি অবশ্যই করণীয়।  গেরিলা আমার অভিনীত একটি উল্লেখ যোগ্য চলচ্চিত্র যা মুক্তিযুদ্ধের শিল্প দলিল হিসাবে ইতিমধ্যে সর্বজন স্বীকৃত।  আমি গেরিলা ছবিতে নিজেকে উজাড় করে অভিনয় করেছিলাম।  গেরিলায় অভিনয় করার সময় আমার মনে হতো আমি আমার মুক্তিযোদ্ধা পিতার মতো অকুতোভয় এক গেরিলা যোদ্ধা।  সে এক অনন্য অনুভূতি।  আমি নিজে এবারের বিজয় দিবসে হলে গিয়ে প্রিয় দর্শকদের সাথে গেরিলা দেখবো।  চলুন সবাই মিলে সিনেমা দেখি।  জয় বাংলা।  জয় বঙ্গবন্ধু। ‘

‘গেরিলা’ ছাড়াও আগামীকাল বিজয় দিবসে প্রেক্ষাগৃহে বিনামূল্যে দেখানো হবে চাষী নজরুল ইসলামের ‘ওরা এগারোজন’, হুমায়ূন আহমেদের ‘আগুনের পরশমণি’ ও তৌকীর আহমেদের ‘জয়যাত্রা’।

গো নিউজ২৪/জেডইউ

বিনোদন বিভাগের আরো খবর