‘মনপুরা’র নয় বছর পর ‌‘স্বপ্নজাল’


প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০১৭, ০৪:৫৯ পিএম
‘মনপুরা’র নয় বছর পর ‌‘স্বপ্নজাল’

দীর্ঘ নয় বছর পর ‌‘স্বপ্নজাল’ নিয়ে পর্দায় ফিরছেন জনপ্রিয় নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। ভালোবাসা দিবসকে সামনে রেখে ২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি।

মাস কয়েক আগে ‘স্বপ্নজাল’- এর নির্মাণ শেষ হয়েছে।  নদীতীরবর্তী অঞ্চলে গড়ে ওঠা ইলিশ ব্যবসাকে কেন্দ্র করে গড়ে উঠেছে চলচ্চিত্র ‘স্বপ্নজাল’- এর গল্প।  বছর দুয়েক আগে চাঁদপুরে শুটিং শুরু হয় সিনেমাটির চাঁদপুর ও কলকাতায় বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির শুটিং হয়েছে।

শিগগিরই সেন্সরে জমা দেওয়া হবে।  ছাড়পত্র পেলেই শুরু হবে পরীমনি ও নবাগত রোহান অভিনীত ছবিটির প্রচারণা।  এতে আরো রয়েছেন ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহীদুল আলম সাচ্চু, শিল্পী সরকার, ইরফান সেলিম, মিশা সওদাগর, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া, শাহেদ আলী, আহসানুল হক মিনু প্রমুখ।

২০০৯ সালে মুক্তি প্রাপ্ত গিয়াসউদ্দিন সেলিমের ‘মনপুরা’ ঢাকাই চলচ্চিত্রের সেরা ব্যবসা সফল ছবিগুলোর মধ্যে একটি।  ছবিটি ২০০৯ সালে পাঁচটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।  গিয়াসউদ্দিন সেলিম এই ছবিটি পরিচালনার মাধ্যমে প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করলেন।  সম্পূর্ণ গ্রামবাংলার পটভূমিতে নির্মিত, পারিবারিক ও প্রেমের গল্পের এই ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও ফারহানা মিলি।

গিয়াসউদ্দিন সেলিমের নয় বছর আগের ‘মনপুরা’ ছবিটিও মুক্তি পেয়েছিল ফেব্রুয়ারীতে।

গো নিউজ২৪/জিয়া

বিনোদন বিভাগের আরো খবর