হৃতিকের ছাত্র হওয়ার জন্য ১৫০০০ তরুণের অডিশন


বিনোদন ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০১৭, ০৩:২৫ পিএম
হৃতিকের ছাত্র হওয়ার জন্য ১৫০০০ তরুণের অডিশন

ভারতীয় গণিতবিদ আনন্দ কুমারকে নিয়ে বিকাশ বেহেল নির্মাণ করছেন বলিউড ছবি ‘সুপার থার্টি’। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন হৃতিক রোশন। পর্দায় গণিতবিদ হৃতিকের সঙ্গে দেখা যাবে ৩০ শিক্ষার্থীকে।

এই ৩০ শিক্ষার্থীর চরিত্রের জন্য ভারতের বিভিন্ন প্রদেশ থেকে প্রায় ১৫ হাজার তরুণের অডিশন নেওয়া হয়েছে।  তাদের মধ্য থেকে বর্তমানে ৭৮ জনের একটি তালিকা চূড়ান্ত করা হয়েছে। সুপার থার্টির জন্য ৩০ জন শিক্ষার্থী বাছাইয়ের কাজ করছেন কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা।

৩০ তরুণ বাছাইয়ের প্রসঙ্গে মুকেশ ছাবরা বলেন, ‘ছবির জন্য আমাদের দরকার ১৫ থেকে ১৭ বছর বয়সী ৩০ জন তরুণ-তরুণীকে। বিহার, ভোপাল, মুম্বাই, দিল্লিতে গিয়ে আমরা ১৫ হাজার শিক্ষার্থীর অডিশন নিয়েছি। এরপর সেখান থেকে প্রথমে ৪০০, এরপর ২০০, ১৫০ আর এখন ৭৮ জনে এসে থেমেছে আমাদের খোঁজ। বর্তমানে কর্মশালা চলছে। কর্মশালা শেষে ৭৮ জনের মধ্য থেকেই বেরিয়ে আসবে হৃতিক রোশনের ৩০ শিষ্যের নাম।’

মুকেশ ছাবরাই এর আগে অডিশনের মধ্য দিয়ে সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’ ছবির ছোট্ট ‘মুন্নি’ ওরফে হারশালিকে খুঁজে বের করেছিলেন। তা ছাড়া আমির খানের ‘দঙ্গল’ ছবির চার কুস্তিগীর কন্যার খোঁজও বের করেছিলেন তিনি। এরপর থেকে কাস্টিং ডিরেক্টর হিসেবে তার নাম ছড়িয়ে পড়েছে সবখানে।

গো নিউজ২৪/জিয়া

বিনোদন বিভাগের আরো খবর