বিপিএলের ফাইনালে জায়েদ-পরীমনি


প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০১৭, ১২:৫৩ পিএম
বিপিএলের ফাইনালে জায়েদ-পরীমনি

হলিউড, বলিউডসহ বিভিন্ন অঞ্চলের ছবিগুলো নানান উপায়ে প্রচারণা করা হয়। প্রচারণার জন্য গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম ও টেলিভিশন শোতে দেখা যায় ছবির অভিনেতা-অভিনেত্রীসহ পুরো টিমকে। প্রচারণার জন্য ভিন্ন ভিন্ন পরিকল্পনা বা কৌশল লক্ষ্য করা যাচ্ছে বাংলা ছবিতেও।

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘এক কাপ চা’ ও গত বছরের ‘আয়নাবাজি’ সিনেমার টিমকে দেখা গেছে ক্রিকেট মাঠে। ছবির প্রচারণার জন্য সেখানে হাজির হয়েছিলেন তারা। এবার একই পথে হাঁটছে ‘অন্তর জ্বালা’। প্রচারণার জন্য বাংলাদেশ প্রিমিয়ার লীগ বা বিপিএলের পঞ্চম আসরের ফাইনাল অনুষ্ঠানে হাজির হবেন ছবির প্রধান দুই চরিত্র জায়েদ খান ও পরীমনি।

ছবির প্রচারণা প্রসঙ্গে অভিনেতা ও প্রযোজক জায়েদ খান বলেন, ‘আগামীকাল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দেখা মিলবে ‘অন্তর জ্বালা’ টিমের। কারণ সেদিন ফাইনাল খেলা। সারা দেশের কমপক্ষে ২-৩ কোটি মানুষ টিভি পর্দায় খেলাটি দেখবেন। আর এটি আমাদের জন্য প্রচারের অভিনব সুযোগ। তাই আমরা ওইদিন ছবির সব কলাকুশলী মাঠে উপস্থিত থাকার পরিকল্পনা করেছি। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়েও সিনেমার প্রচারণার কাজে যাব আমরা।’

এতে আরো রয়েছেন জয় চৌধুরী, মৌমিতা, চিকন আলী, বড়দা মিঠু, মিজু আহমেদ ও অমিত হাসান। মালেক আফসারী পরিচালিত ‘অন্তর জ্বালা’ মুক্তি পাবে আগামী ১৫ ডিসেম্বর।

গো নিউজ২৪/জিয়া

বিনোদন বিভাগের আরো খবর