‘ডুব’ চলচ্চিত্রের ভুলটি আড়াল ছিল


বিনোদন প্রতিবেতক প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০১৭, ০৫:১৩ পিএম
‘ডুব’ চলচ্চিত্রের ভুলটি আড়াল ছিল

মোস্তফা সরয়ার ফারুকীর খুব যত্নের একটি চলচ্চিত্র ‘ডুব’। ছবিটিতে অসাধারণ কিছু দৃশ্যের জীবন্ত রুপ দিয়েছেন ফারুকী। সেই সাথে ছিল ক্যামেরার কারিশমা। যেখানে কিনা মোবাইল ফোনেও কিছু দৃশ্য ধারণ করা হয়েছে। ছবিটি মুক্তির আগেই সমালোচনার মুখে পড়তে হয়েছে ফারুকীকে।

হুমায়ূন আহমেদের জীবনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘ডুব’ চলচ্চিত্র। শাওন এর এমন অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। তার দাবি এখানে জাভেদ হাসানের জীবনী তুলে ধরা হয়েছে। যেখানে জাভেদ এর চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় জনপ্রিয় অভিনেতা ইরফান খান। এতে আরো অভিনয় করেছেন তিশা, পর্ণো মিত্র, রোকেয়া প্রাচির।

এতো কিছুর পর ফ্যামিলি ড্রামা ধাঁচের এই চলচ্চিত্রে মাত্র একটি ভুল আমাদের চোখে পড়েছে। যা বড় ধরনের ভুল হিসেবেই বিবেচিত।

‘ডুব’ চলচ্চিত্রে ২০১০ সালের একটি দৃশ্যে দেখানো হলো, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বিনোদন পাতায় একটি নিউজে শিরোনাম করা হয়েছে ‘জাভেদ হাসানের ছবি থেকে বেরিয়ে এলেন নিতু’। তার পাশের কলামেই দেখা গেল চিত্রনায়িকা আঁচলের ‘আড়াল’ সিনেমা নিয়ে নিউজ করা হয়েছে। অথচ ‘আড়াল’ সিনেমার কাজ শুরু হয়েছিল ২০১৫ সালে।

গো নিউজ২৪/কাসা

বিনোদন বিভাগের আরো খবর