আবারো মানিকের ছবিতে ডিপজল


বিনোদন প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ২২, ২০১৭, ০২:০১ পিএম
আবারো মানিকের ছবিতে ডিপজল

পরিচালক এফ আই মানিক ডিপজলকে আরেকটি ছবির ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার তিনি এ ঘোষণা দিলেও এখনো ছবিটির নাম ঠিক করা হয়নি।

এর আগে ২০০৬-২০১২ সাল পর্যন্ত ডিপজলকে নিয়ে ‘কোটি টাকার কাবিন’, ‘চাচ্চু’, ‘দাদীমা’, ‘পিতার আসন’, ‘মায়ের হাতে বেহেশতের চাবি’, ‘স্বামী ভাগ্য’ প্রভৃতি ছবি নির্মাণ করেন।
মানিক বলেন, ‘আমার নতুন ছবিটির প্রধান চরিত্রে অবশ্যই ডিপজল থাকবেন। আধুনিক গল্পনির্ভর ছবি হবে এটি।’

আধুনিক গল্পনির্ভর বলতে আপনি কী বোঝাচ্ছেন? ‘গল্পটা কোন সময়ের সেটার বড় কথা না। আপনার মেকিংটা যেন আধুনিক হয়, উপস্থাপন যেন সময়পোযোগী হয়। এখনকার মানুষ যেন এর সাথে নিজেকে যুক্ত করতে পারে।’

তিনি বলেন, ‘অনেক পরিচালকই আছেন, আগের, যারা এখনো ছবি নির্মাণ করে চলেছেন। আমি বুঝি না ওনারা কেন ছবি নির্মাণ করছেন। গল্পের গভীরতা নেই, মেকিংয়ে আধুনিকতা নেই, মনে হলো একজন আনাড়ি শিল্পী শুধু ডায়ালগ বলে চলে গেলেন, এমনভাবে তো ছবি হয় না। আমরা যদি ‘বেদের মেয়ে জোসনা’ ছবিটির কথা বলি, এখন পর্যন্ত বাংলাদেশের সবচাইতে ব্যবসা সফল ছবি, এই ছবিটিই যদি আমরা আজ ২০১৭ সালে মুক্তি দিই, তা হলে ছবিটি কি দর্শক দেখবেন?’

মানিক-ডিপজলের নতুন ছবিটি ২০১৮ সালের জানুয়ারিতে শুটিং শুরু হবে।

গো নিউজ২৪/ডদি

বিনোদন বিভাগের আরো খবর