প্রধানমন্ত্রীর সহায়তায় শাম্মী আক্তারের চিকিৎসা


বিনোদন প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ২২, ২০১৭, ১২:৫১ পিএম
প্রধানমন্ত্রীর সহায়তায় শাম্মী আক্তারের চিকিৎসা

প্রধানমন্ত্রীর তহবিল থেকে অসুস্থ খ্যাতিমান কণ্ঠশিল্পী শাম্মী আক্তারকে চিকিৎসার জন্য ৫ লাখ টাকা প্রদান করা হয়েছে। বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই সাড়া আসে। ১১ দিন হাসপাতালে কাটিয়ে বাসায় ফিরেছেন ক্যানসারে আক্রান্ত শিল্পী। পাঁচ বছর ধরে ক্যানসারে ভুগছেন ‘চিঠি দিও প্রতিদিন’, ‘ঐ রাত ডাকে ঐ চাঁদ ডাকে’ খ্যাত শিল্পী শাম্মী আখতার।

দেড় মাস আগে এই আবেদন করে পরিষদ। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ জিৎ রায় এবং সহ সভাপতি ‘একুশে পদক’ প্রাপ্ত গণসংগীত শিল্পী মাহমুদ সেলিম শিল্পীর হাতে প্রধানমন্ত্রীর চেক তুলে দেন।

সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, গুণী এই শিল্পীর শারীরিক অবস্থা সঙ্গিন। দ্রুত তাকে বিদেশে নিয়ে যাওয়া জরুরি। তার পরিবারও চিকিৎসার ব্যয়ভার নির্বাহ করতে গিয়ে প্রায় নিঃস্ব হয়ে গেছেন। একমাত্র ছেলে আর অবসরপ্রাপ্ত রেডিও কর্মকর্তা স্বামীর চেষ্টাতেই চলছে তার চিকিৎসা। তার দায়িত্ব রাষ্ট্রের নেয়া উচিত।

শিল্পী শাম্মী আক্তারের স্বামী আকরামুল হক বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। নিজেদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেশ যদি তার চিকিৎসা দায়িত্ব মনে করে তবে কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া আর কিছু বলার নেই। তবে সাহায্যের কোন আবেদন পরিবার করবেনা।’

গো নিউজ২৪/পিএ

বিনোদন বিভাগের আরো খবর