‘ডিপজল-মৌসুমীর জন্যই হলে এসেছি‍‍’


প্রকাশিত: অক্টোবর ২১, ২০১৭, ০২:২২ পিএম
‘ডিপজল-মৌসুমীর জন্যই হলে এসেছি‍‍’

দীর্ঘদিন পর চরচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল অভিনীত ‘দুলাভাই জিন্দাবাদ’ মুক্তি পেয়েছে। মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ছবিটি দেশের ১২৮ টি প্রেক্ষাগৃহে দর্শক উপভোগ করছেন। ছবিটি মুক্তির পর থেকেই টানা বৃষ্টি শুরু হয়েছে দেশের বেশির ভাগ জেলায়। যে কারণে ছবিটি সেভাবে ব্যবসা করতে করছে না। ব্যবসা না করতে পারলেও যেসব দর্শক বৃষ্টি উপেক্ষা করে প্রেক্ষাগৃহে আসছেন তাদেরকে পুরোপুরি বিনোদিত করেছেন ডিপজল।

শুধু ডিপজলই নয়, ছবিটিতে মৌসুমীর অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছে সর্বস্তরে। নিয়মিতই ডিপজল-মৌসুমী জুটির নতুন নতুন চলচ্চিত্র দর্শক আশা করছেন নির্মাতাদের কাছ থেকে।

দর্শকের মন্তব্য ছিল এমন ‘বিদ্যা সিনহা মিম অভিনয় কিছুটা পারলেও অন্যরা শুরু থেকেই অভিনয়ের কিছুই জানেন না। ছবিটি দেখতে আসার একমাত্র কারণ ডিপজল-মৌসুমী। দর্ঘিদিন পর ডিপজলের নতুন ছবি। অন্যদিকে মৌসুমী এই অভিনেতার সহশিল্পী।’ 

ছবিটি উপভোগকারী মিঠু নামের এক দর্শক গো নিউজকে বলেন, ‘ডিপজল আমার একজন প্রিয় অভিনেতা। এই অভিনেতার এমন কোনো ছবি নেই যেটা আমি মিঠু দেখিনি। এরইধারাবাহিকতায় ‘দুলাভাই জিন্দাবাদ’ দেখতে এসেছি এই বৃষ্টির ভেতর। ভেবেছিলাম ডিপজল ও মৌসুমীর অভিনয় দেখে টিকেটের টাকা উঠে যাবে। কিন্তু উল্টোটা হয়েছে। এরমধ্যে মিমের অভিনয়ও ডিপজল-মৌসুমীর সাথে কিছুটা যায়।’

গো নিউজ২৪/পিএ

বিনোদন বিভাগের আরো খবর