বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন মিলন


বিনোদন প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ১৯, ২০১৭, ১০:৫৩ পিএম
বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন মিলন

মঞ্চ, টিভি নাটক ও চলচ্চিত্র; এই তিন মাধ্যমে দক্ষ অভিনয়শৈলীর কারণে দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছেন আনিসুর রহমান মিলন। বর্তমানে টিভি নাটক থেকে চলচ্চিত্রেই সময় দিচ্ছেন বেশি। এদিকে গত ১৬ অক্টোবর এ অভিনয়শিল্পীর সামাজিক যোগাযোগের অ্যাপস 'ইমো'র (বিনা পয়সায় ভিডিও কল এবং বার্তা আদানপ্রদান করা যায়) অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। তারপর থেকে একের পর এক ঘটনা ঘটেই চলছে। আর বিষয়টি নিয়ে ভীষণ বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন মিলন।

ঘটনাটি জানাতে গিয়ে ‘রাজনীতি’র এই নায়ক বলেন, ‘আমার পরিচিত একজনের নম্বর থেকে প্রথমে একটি ম্যাসেজ আসে। সেখানে লেখা ছিল ভাই, আমি একটি ইমো অ্যাকাউন্ট খুলেছি, কিন্তু কোন একভাবে আপনার ফোনে আমার কোড নম্বরটি চলে গিয়েছে। আমাকে একটু কোড নম্বরটা পাঠাবেন? আমি তো কোড নাম্বার পাঠিয়ে দিয়েছি। এর কিছুক্ষণ পরেই দেখি আমার ইমো অ্যাকাউন্টটি হ্যাকড হয়ে গিয়েছে।’

যদিও বিষয়টি মিলন ঘটনার সঙ্গে সঙ্গে টের পাননি। পরক্ষণে বুঝতে পারলেন তার নম্বর দিয়ে ওই ফোন থেকে একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে। এরপর হিসেব অনুযায়ী মিলনের নম্বরেই ম্যাসেজ এসেছে। আর একটি বিষয় হল-যে নম্বর থেকে কোড নম্বর চেয়ে ম্যাসেজটি আসে তার আইডিটিও হ্যাকড করা হয়েছে আরও আগেই।

এরপর যা ঘটছে সেটা আরও ভয়াবহ। মিলন বলেন, ‘আমার অ্যাকাউন্ট থেকে সে মেয়েদের নক করছে। আর নানারকম উল্টাপাল্টা কথা বলছে। যারা আমার সম্পর্কে জানেন, তাদের কাছে বিষয়টি তো শুরুতেই খটকা লেগেছে। শুধু এখানেই নয়, আমার স্ত্রীকেও সে ডিস্টার্ব করছে। সে তাকে বলছে, ‘তোমার নামটা তো ভুলে গিয়েছি...,তোমার কিছু ছবি পাঠাও, দেখি।’

‘ইমো’ অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার পর বিষয়টা নিয়ে খুব বিব্রতকর পরিস্থিতির মধ্যে রয়েছেন এ অভিনেতা। তাই তিনি বলেছেন, তার ‘ইমো’ অ্যাকাউন্ট থেকে কাউকে যদি বাজে ম্যাসেজ কিংবা অশ্লীল ছবি পাঠানো হয় তাহলে কেউ যেন বিভ্রান্ত না হয়। আইডিটি ফিরে পাওয়ার জন্য মিলন ইতোমধ্যে চেষ্টা শুরু করে দিয়েছেন।

ব্যস্ততার কারণে এ বিষয়ে আইনি পদক্ষেপের বিষয়টি মাথায় আসলেও তিনি সামনে পা বাড়াননি। এই নায়ক এখন শুটিংয়ের জন্য অবস্থান করছেন কুয়াকাটাতে। ২৩ অক্টোবর ঢাকায় ফিরে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন মিলন।

উল্লেখ্য, এই নায়ক সম্প্রতি একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিটি পরিচালনা করবেন ওয়াজেদ আলী সুমন। ‘ফালতু’ নামের এই ছবির মাধ্যমে দীর্ঘ একযুগ পর আনিসুর রহমান মিলন ও মোশাররফ করিম একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন। ছবিটির শুটিং শুরু হবে আগামী মার্চে। এই ছবিতে মাহিয়া মাহির অভিনয় করার কথা ছিল। তবে শেষ পর্যন্ত মাহি থাকছেন না। তাকে বাদ দেওয়া হয়েছে। নতুন করে মাহির স্থান দখল করবেন অন্য কেউ। তবে কার স্থান হচ্ছে মাহির আসনটিতে সেটা এখন জানা যায়নি।
গো নিউজ২৪/এসপি

বিনোদন বিভাগের আরো খবর