১২৮ প্রেক্ষাগৃহে ডিপজল-মৌসুমীর ‘দুলাভাই জিন্দাবাদ’


প্রকাশিত: অক্টোবর ১৯, ২০১৭, ০৬:০৮ পিএম
১২৮ প্রেক্ষাগৃহে ডিপজল-মৌসুমীর ‘দুলাভাই জিন্দাবাদ’

ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেতা, প্রযোজক ও সফল ব্যবসায়ী মনোয়ার হোসেন ডিপজল এখন শারীরিক অসুস্থতার জন্য অবস্থান করছেন সিঙ্গাপুরে। আগামীকাল এই অভিনেতা অভিনীত একটি ছবির মুক্তি পেতে যাচ্ছে। ছবিটিতে ডিপজলের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। এছাড়া ছবিটিতে অভিনয় করতে দেখা যাবে বাপ্পি, বিদ্যা সিনহা মিম, আহমেদ শরিফ, অমিত হাসান, দিলারা, অরুনা বিশ্বাস, নাদির খান, শবনম পারভিন, ইলিয়াস কোবরা ও সুব্রতকে।

সামাজিক প্রেক্ষাপটের গল্পে মনতাজুর রহমান আকবর নির্মাণ করেছেন ‘দুলাভাই জিন্দাবাদ’। আগামীকাল শুক্রবার (২০ অক্টোবর) দেশের ১২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।  দীর্ঘদিন পর ডিপজল অভিনীত কোনো চলচ্চিত্র মুক্তি পেলেও তিনি হাজির হতে পারছেন না দেশে। আর কবে আসবেন সেটাও এখন নিশ্চিত করে বলতে পারছেন না কেউ। কারণ চিকিৎসকের পরার্মশে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

দীর্ঘদিন পর প্রভাবশালী এই অভিনেতার বিরতি ভেঙেছে ‘দুলাভাই জিন্দাবাদ’-এর মাধ্যমে। চলচ্চিত্র পাড়ার অনেকে ধারণা করছেন অতিতের মতো ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিতেও ডিপজল দেখাবেন তার কেরামতি। কারণ সম্পূর্ণ ভিন্নধর্মী একটি গল্পে অভিনয় করেছেন এই অভিনেতা। এখন দেখার পালা ডিপজল আসলেই কতোটুকু কেরামতি দেখাতে পারেন ‘দুলাভাই জিন্দাবাদ’-এর দর্শকদেরকে।

ছবিটির প্রসঙ্গে মোনতাজুর রহমান আবকর গো নিউজকে বলেন, ‘এখন বলার কিছুই নেই। শুধু বলবো ছবিটি দেখার আমন্ত্রণ রইলো সবার। হলে গিয়ে ছবিটি দেখবেন। আশা করি ‘দালাভাই জিন্দাবাদ’ আপনাদের সবাইকে বিনোদিত করতে পারবে। চেষ্টা ছিল ভালো কিছু করার। বাকিটা আপনারা হলে গেলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ।’

এই নির্মাতা আরো বলেন, ‘শিল্পীদের সম্পর্কে বলতে গেলে বলতে হবে আমার থেকে দর্শকই ভালো জানে। এই দর্শকদের কারণেই আজ ডিপজল, মৌসুমীরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। শুধু কাজ করে যাচ্ছেন বললে হয়তো একটু কমই বলা হবে। সুনামের সঙ্গে নিজেদেরকে বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রে উপস্থান করছেন। তারপরও বলবো ‘দুলভাই জিন্দাবাদ’-এ যেসব শিল্পী অভিনয় করেছেন তারা সবাই নিজেদের শ্রেষ্টটাই দিয়েছেন। এ কথার প্রমাণও মিলবে আপনারা হলে গেলে।’

গো নিউজ২৪/এসপি

বিনোদন বিভাগের আরো খবর