হল বাড়লো ‘ঢাকা অ্যাটাক’র


বিনোদন প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ১২, ২০১৭, ০৬:৩১ পিএম
হল বাড়লো ‘ঢাকা অ্যাটাক’র

গেল (৬ অক্টোবর) সারা দেশে মুক্তি পেয়েছে ‘ঢাকা অ্যাটাক’। দীপঙ্কর দীপনের পরিচালনায় ছবিটিতে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মাহিয়া মাহি। প্রথম সপ্তাহে ছবিটি মুক্তি পেয়েছিল ১২২ টি প্রেক্ষাগৃহে। প্রথম সপ্তাহে সফলতার মুকুট মাথায় নিয়ে ‘ঢাকা অ্যাটাক’ দ্বিতীয় সপ্তাহে বেড়েছে হলের সংখ্যা। দ্বিতীয় সপ্তাহ থেকে সারা দেশের ১৩০ টি প্রেক্ষাগৃহে দর্শক দেখতে পাবেন ‘ঢাকা অ্যাটাক’। এরমধ্যে ঢাকার বলাকা সিনেমাতে একটি শো এবং যমুনা ব্লকবাষ্টারে বেড়েছে একটি শো। বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশনা প্রতিষ্ঠান দি অভি কথাচিত্রর কর্ণধার জাহিদ হাসান অভি।

অভি গো নিউজকে বলেন, ‘ঢাকা অ্যাটাক’ এরইমধ্যে বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাসে একটি সফল চলচ্চিত্রের নাম। যার প্রমাণ আপনারা নিজেরাই পেয়েছেন। যে সময়টাতে দর্শক বাংলাদেশি ছবি থেকে রীতিমতো মুখ ফিরিয়ে নিয়েছেন ঠিক সেই সময়টাতেই ‘ঢাকা অ্যাটাক’ তাদেরকে আবারো প্রেক্ষাগৃহে ফিরিয়ে এনেছে। হল মালিক থেকে শুরু করে সবাই খুশি। এমন চলচ্চিত্র নিয়মিত নির্মিত হলে দেশের চলচ্চিত্রের ভাবমুর্তি অবশ্যই পরিবর্তন হবে, হতে বাধ্য। এ জন্য ‘ঢাকা অ্যাটাক’-এর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এর সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছেন।’

দেশের গোন্ডি পেরিয়ে ছবিটি বিশ্বের আরো পাঁচটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। ওমান, কানাডা, অস্ট্রেলিয়া, দুবাই ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন মাল্টিপ্লেক্সে দেখানো হবে ছবিটি। দেশের বাইরে মোট ১৭টি প্রেক্ষাগৃহে দেখানো হবে ‘ঢাকা অ্যাটাক’।

‘ঢাকা অ্যাটাক’ ছবির দ্বিতীয় কিস্তি ‘ঢাকা অ্যাটাক ২’ নিয়ে পরিচালক দীপংকর দীপন বলেন, ‘ঢাকা অ্যাটাক-এর সাফল্য আমাদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। তাই দ্বিতীয় কিস্তি নির্মাণ করার সাহস পাচ্ছি। ‘ঢাকা অ্যাটাক ২’ আরও বড় পরিসরে হবে। এর চিত্রনাট্য করবে যথারীতি সানি সানোয়ার ও তাঁর দল। অগামী ১৯ সালে ছবিটি দেখতে পাবেন দর্শক।

গো নিউজ২৪/এসপি

বিনোদন বিভাগের আরো খবর