দ্বন্দ্ব ভুলে এক কাতারে চলচ্চিত্র পরিবার ও প্রদর্শক সমিতি


বিনোদন প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ১০, ২০১৭, ০৪:২১ পিএম
দ্বন্দ্ব ভুলে এক কাতারে চলচ্চিত্র পরিবার ও  প্রদর্শক সমিতি

যৌথ প্রযোজনার চলচ্চিত্রের অনিয়মের বিরুদ্ধে ২১ জুন চলচ্চিত্র পরিবারের আন্দোলনে সেন্সর বোর্ডের সামনে লাঞ্ছিত হন ইফতেখার উদ্দিন নওশাদ। এ সময় হামলাকারীরা তার ওপর আক্রমণ করেন ও গায়ের পোশাক ছিঁড়ে নেন। বিষয়টি নিয়ে পরবর্তীতে গণমাধ্যমে নওশাদ দাবি করেন, তাঁকে শারীরিকভাবে লাঞ্ছনায় জড়িত ছিলেন চিত্রনায়ক রিয়াজ, অভিনেতা মিশা সওদাগর এবং প্রযোজক খোরশেদ আলম খসরু।

সে হামলার প্রেক্ষিতে সৃষ্ট বিরোধের মিমাংসা ঘটলো গেল রোববার (৮ অক্টোবর) । রাজধানীর রাজমণী ঈশা খাঁ হোটেলে ‘চলচ্চিত্র পরিবার ও চলচ্চিত্র প্রদর্শক সমিতির মিলনমেলা’ শীর্ষক এক অনুষ্ঠানে চলচ্চিত্র পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন প্রদর্শক সমিতির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে মিশা সওদাগর বলেন, ‘আমি যদি এ ঘটনার সঙ্গে জড়িত থাকি, তাহলে আমার বিচার হবে। এ ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করব। সারা জীবন বলব, নওশাদ ভাইয়ের মনে যদি জানা-অজানায়, ইচ্ছা-অনিচ্ছায়, আলোতে-আঁধারে কোনওভাবে এক ফোঁটা কষ্ট দিয়ে থাকি তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। মাফ করে দেবেন।’

অন্যদিকে প্রযোজক খসরু বলেন,‘যা হয়ে গেছে, তা তো গেছেই। সবকিছুর জন্য আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চাই। তিনি (নওশাদ) আমার বড় ভাই। দেখা হলেই বুকে টেনে নেন। তাঁর সঙ্গে এখনো সখ্যের অভাব নেই। আমরা মিলে মিশে থাকব।’

এদিকে, অনুষ্ঠান শেষে প্রদর্শক সমিতির সভাপতি নওশাদ বলেন,‘আমার উপর হামলার পর তারা আজ প্রকাশ্যে ক্ষমা চাইলো। এর আগে একদিন ফিরোজ ভাইয়ের অনুরোধে আমরা এক হয়েছিলাম। কিন্তু সেটা ছিল ঘরোয়া আয়োজন। কথা ছিল প্রকাশ্যে গণমাধ্যমের সামনে তারা ক্ষমা চাইবে। সেটাই হলো। ওরা ক্ষমা না চাইলে আজকের এ আয়োজন হতো না। আমি ক্ষমা করে দিয়েছি। আমি চাই এখন থেকে কোনও চলচ্চিত্র শ্রমিকের ওপর শারীরিক আঘাত না আসুক।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক চিত্রনায়ক ফারুক, প্রদর্শক সমিতির পক্ষে শোয়েব উর রশীদ, মিয়া আলাউদ্দীন, সুদীপ্ত কুমার দাশ। চলচ্চিত্র পরিবারের পক্ষে আরও ছিলেন সৈয়দ হাসান ইমাম, সোহেল রানা, আমজাদ হোসেন, সোহানুর রহমান সোহান, মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম, পপি, অঞ্জনা সুলতানা, জায়েদ খান, সাইমন, ইমন, অরুণা বিশ্বাস, আনজুমান আরা শিল্পী, নিঝুম রুবিনা, অধরা খান, প্রেক্ষাগৃহ মালিক ও চলচ্চিত্র পরিবারের নেতা-কর্মীরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চিত্রনায়ক রিয়াজ।

গো নিউজ২৪/পিএ

বিনোদন বিভাগের আরো খবর