মধ্যপ্রাচ্যের সিনেমা হলে ঢাকাই ছবির উৎসব...


বিনোদন প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০১৭, ০৪:১৫ পিএম
মধ্যপ্রাচ্যের সিনেমা হলে ঢাকাই ছবির উৎসব...

ঢাকা: বাংলাদেশের অসংখ্য মানুষ কাজের তাগিদেই বাস করছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে। নিজের দেশ ছেড়ে সেখানে থেকে পয়সা রোজগারে ব্যস্ত তারা। প্রবাসীদের কাছ থেকেই সর্বোচ্চ রেমিটেন্স পায় বাংলাদেশ সরকার। আর মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাঙালিদের জন্য তাই এবার বিনোদের ব্যবস্থা করছে  কানাডিয়ান প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো।

মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত ও ওমানে শুরু হচ্ছে বাংলাদেশি সিনেমা দেখার উৎসব। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন। আমিরাতের ভক্স ও ওমানের সিটি সিনেমার প্রেক্ষাগৃহগুলোতে এ উৎসব চলবে। এরএমধ্যে আসছে অক্টোবরেই দর্শক দেখতে পারবে নবাব ও ঢাকা অ্যাটাক ছবি দুটো।

৬ ডিসেম্বর মুক্তি পাবে ‘নবাব’। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিটিতে শাকিব খান ও শুভশ্রী অভিনয় করেছেন প্রধান চরিত্রে। এর দু’সপ্তাহ পরে ২০ অক্টোবর মুক্তি পাবে দীপঙ্কর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’। অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহি ও এবিএম সুমন।
স্বপ্ন স্কেয়ারক্রো থেকে জানানো হচ্ছে, এরপর পর্যায়ক্রমে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’, তৌকীর আহমেদের ‘হালদা’ ও গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ মুক্তি পাবে।

গো নিউজ/ঢাকা

বিনোদন বিভাগের আরো খবর