প্রত্যন্ত অঞ্চলের ভাগ্যাহত নারীদের পাশে অমিতাভ


বিনোদন প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২৪, ২০১৭, ০২:১২ পিএম
প্রত্যন্ত অঞ্চলের ভাগ্যাহত নারীদের পাশে অমিতাভ

ঢাকা: ভারতের নারীদের অবস্থা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন বলিউডের বিগি বি খ্যাত তারকা অভিনেতা অমিতাভ বচ্চন। ‘মেয়েদের বিয়ে দিতে হবে। সেকারণে পড়াশোনা ছাড়িয়ে দেওয়া হয় তাদের। এসব শুনে কষ্ট হয়’।-সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে এভাবেই দুঃপ্রকাশ করলেন অমিতাভ বচ্চন। 

‘কউন বনেগা ক্রোড়পতি- সিজন নাইন’ নিয়ে ছোটো পর্দায় ফের হাজির হচ্ছেন অমিতাভ। আগামী ২৮ তারিখ থেকে শুরু হবে শো’টি। ভারতের জনপ্রিয় এই রিয়েলিটি শো’র এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অমিতাভ বচ্চন। সেখানে নারীশক্তি বৃদ্ধির পক্ষে কথা বলেন তিনি। সম্প্রতি আলোচিত ইস্যু ‘তিন তালাক’ নিয়ে সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে জিজ্ঞেস করা হয় তাকে। এ প্রসঙ্গে তিনি বলেন, সুপ্রিম কোর্টের রায়টা শেষকথা। এনিয়ে তর্ক-বিতর্ক আমরা করতে পারি না।

কউন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানে দেশের প্রত্যন্ত গ্রাম থেকে মেয়েদের অংশ নিতে দেখা যায়। সেই সব মেয়েরা তাকে অনুপ্রেরণা দেয় বলে জানিয়েছেন অমিতাভ। মেগাস্টারের কথায়, এই অনুষ্ঠানে যোগ দিতে গিয়েও কত মেয়েকে নিজেদের গ্রাম-সমাজের বাধানিষেধের মুখে পড়তে হয়। স্বপ্ন সফল করতে পারে অনেককিছু করে তারা। সেইসব কাহিনী প্রেরণা জোগায়। দেশের মেয়েদের কথা ভেবে পিঙ্কের মতো ছবি করতে দ্বিতীয়বার ভাবি না।

কউন বনেগা ক্রোড়পতি তাকে সাধারণ মানুষের সঙ্গে মেশার সুযোগ করে দেয় বলে মনে করেন অমিতাভ। গণমাধ্যমের দ্বারা দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কথা জানতে পারা যায়। কউন বনেগা ক্রোড়পতি সেইসব মানুষদের তার মুখোমুখি বসায়। তার কথায়,যখন সেইসব মানুষদের সঙ্গে হাত মেলায়। মুখোমুখি বসে তাঁদের কথা শুনি। তখন তাদের মতো করে ভাবতে পারি। কীভাবে, কোন পরিস্থিতি থেকে তারা উঠে এসেছেন সেসব জানতে পারি, অনুভব করি। 

গো নিউজ/ঢাকা

বিনোদন বিভাগের আরো খবর