তৃতীয় বারের মত ধনী অভিনেতাদের শীর্ষ দশে শাহরুখ-সালমান-অক্ষয়


বিনোদন ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৩, ২০১৭, ০৭:০৫ পিএম
তৃতীয় বারের মত ধনী অভিনেতাদের শীর্ষ দশে শাহরুখ-সালমান-অক্ষয়

প্রত্যেক বছরের মতো এবছরও ফোর্বস ম্যাগাজিন প্রকাশ করল উপার্জনের নিরিখে বিশ্বের সেরা বিশ অভিনেতার তালিকা। গত একবছরে উপার্জনের দিক দিয়ে বিশ্বের প্রথম দশজন তারকার মধ্যে এবছর জায়গা করে নিলেন বলিউড তারকা শাহরুখ খান, সলমন খান ও অক্ষয় কুমার। 

তবে আশ্চর্যভাবে এই তালিকায় নাম নেই আমির খানের। যাঁর ছবি ‘দঙ্গল’ এবছর সবচেয়ে বেশি ব্যবসা করেছে বক্স অফিসে। এই নিয়ে তিনবার এই তালিকায় দেখা গেল শাহরুখ, সলমন ও অক্ষয়ের নাম। সেরা দশের লিস্টে এবছর এই তিন তারকার নাম রয়েছে শেষ তিনে অন্যদিকে গত বছরের তালিকা থেকে বাদ পড়েছেন অমিতাভ বচ্চন।

ভারতের এই মুহূর্তের সবচেয়ে দামী অভিনেতা শাহরুখ খান। সেরা কুড়ির তালিকায় তিনি রয়েছেন অষ্টম স্থানে। গত বছরও এই একই স্থানে ছিলেন কিংখান। তবে বেড়েছে তাঁর উপার্জন। ২০১৬ তে তাঁর বছরে পারিশ্রমিক ছিল ৩ কোটি ৩০ লক্ষ ডলার যা বেড়ে ২০১৭-তে হয়েছে ৩ কোটি ৮০ লক্ষ ডলার। ‘রইস’ ও ‘জব হ্যারি মেট সেজল’ বক্স অফিসে ব্যর্থ হলেও শাহরুখের উপার্জন প্রায় চমকে দিয়েছে তাঁর ফ্যানেদের।

শাহরুখের ঠিক পরেই নবম স্থানে রয়েছেন সালমান খান। গতবছরের ১৪তম স্থান থেকে বেশ কিছুটা এগিয়ে এসেছেন সল্লু মিঞা। তাঁর ‘টিউবলাইট’ বক্স অফিসে আলো কামাল দেখাতে না পারলেও এবছর তিনি ঘরে তুলেছেন ৩ কোটি ৭০লক্ষ ডলার। ফোর্বসের সমীক্ষা অনুযায়ী, রিয়্যালিটি শো-এর সঞ্চালক হিসাবে তাঁর পারিশ্রমিক সর্বাধিক।

অন্যদিকে খানদের পাশাপাশি এই তালিকায় দশম স্থানে রয়েছেন অক্ষয় কুমার। সারা বছরে তাঁর উপার্জন ৩ কোটি ১ লক্ষ ৫০ হাজার ডলার। তাঁর পারিশ্রমিক এর থেকে বেশি হলেও চমক লাগার কথা নয় কারণ এবছরের রিপোর্ট বলছে, তিনিই একমাত্র এবছর বক্স অফিসের নিরিখে সফল অভিনেতা।

সেরা কুড়ির তালিকায় প্রথমস্থান নিয়েছেন হলিউডের সুপারস্টার মার্ক ওয়ালবার্গ। যাঁর সারা বছরের পারিশ্রমিক ৬ কোটি ৮০ লক্ষ ডলার। দ্বিতীয় স্থানে ডোয়েন জনসন ও তৃতীয় স্থানে রয়েছেন ভিন ডিজেল। এছাড়াও সেরা পাঁচে রয়েছেন জ্যাকি চ্যাং।

গো নিউজ২৪/এএইচ

বিনোদন বিভাগের আরো খবর