বানভাসি মানুষের জন্য চলচ্চিত্র প্রদর্শনী...


বিনোদন প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২৩, ২০১৭, ০২:২২ পিএম
বানভাসি মানুষের জন্য চলচ্চিত্র প্রদর্শনী...

ঢাকা: বানভাসি মানুষের জীবন এখন হুমকির মুখে। নাওয়া খাওয়া ছেড়ে সর্বস্ব হারিয়ে কোনো রকমে বেঁচে আছেন তারা। এদিকে ঘনিয়ে আসছে ঈদুল আযহা। মানবিকভাবে তাদের পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন সংগঠন। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এবার চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। আসছে ২৬ আগস্ট টিএসসি মিলনায়তনে তিনটি সিনেমা প্রদর্শনী করবে তারা। যার পুরো অর্থ খরচ হবে বন্যায় আক্রান্ত মানুষের জন্য।

বানভাসি মানুষের পাশে দাঁড়াতে পঞ্চাশ টাকার বিণিময়ে সিনেমা প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। চলচ্চিত্র প্রদর্শনীর এই আয়োজনে তাদের সঙ্গে আছে টিএসসি কেন্দ্রীক সকল সামাজিক সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনগুলো। ২৬ আগস্ট শনিবার সকাল ১১টা থেকে মোট তিনটি চলচ্চিত্র প্রদর্শনী করবে তারা।

এরমধ্যে সকাল ১১টায় এহতেশাম পরিচালিত ‘পিচ ঢালা পথ’, বেলা ২টায় ফাখরুল আরেফিন খান পরিচালিত চলতি বছরে মুক্তিপ্রাপ্ত ছবি ‘ভুবন মাঝি’ এবং বিকাল ৫টায় অনিমেষ আইচ পরিচালিত সদ্য মুক্তি পাওয়া আলোচিত ছবি ‘ভয়ংকর সুন্দর’ রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের পক্ষ থেকে জানানো হয়, বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতেই সম্মিলিত প্রচেষ্টার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আসছে ২৬ আগস্ট চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। পঞ্চাশ টাকার বিণিময়ে প্রতিজন একটি চলচ্চিত্র দেখতে পারবেন। আর প্রদর্শনীর প্রবেশ মূল্যের পুরো অংশই দান করা হবে বন্যার্তদের।

গো নিউজ/এমটিএল

বিনোদন বিভাগের আরো খবর