‘বড়ো ভাইয়ের মতো বোঝাতেন, বাবার মতো শাসন করতেন’


বিনোদন প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২২, ২০১৭, ০৬:২২ পিএম
‘বড়ো ভাইয়ের মতো বোঝাতেন, বাবার মতো শাসন করতেন’

ঢাকা: কিংবদন্তি অভিনেতা নায়ক রাজের মৃত্যুতে কাঁদছে গোটা বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। জুনিয়র, সিনিয়র সবাই তার মৃত্যুতে শোকগ্রস্ত। কারণ, নায়ক রাজ রাজ্জাককে সবাই অভিভাবক মনে করতেন। আর তাই অভিভাবক হারানোর বেদনায় অশ্রিসিক্ত চিত্রনায়ক নায়ক রুবেলও!

সোমবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নায়ক রাজ রাজ্জাক। এরপরেই গোটা বাংলাদেশে তার ভক্ত অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। হাসপাতালে তার মরদেহ দেখতে ছুটে আসেন প্রবীন ও নবীন অভিনেতারা। নায়ক রাজের মৃত্যু শোকে অনককেই দেখা গেছে অশ্রুসিক্ত। মঙ্গলবার বেলা দশটা পঞ্চাশ মিনিটের দিকে প্রাণের কর্মস্থল এফডিসিতে আনা হয় নায়ক রাজের মরদেহ। আর এখানেই বেলা এগারোটা পঞ্চাশ মিনিটের দিকে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তার আগে এই মহানায়ক সম্পর্কে স্মৃতিচারণ করেন চিত্রনায়ক রুবেল।

কিংবদন্তি রাজ্জাককে নিজের ভাইয়ের মতো মনে করতেন দাবী করে এই অভিনেতা বলেন, নায়ক রাজ এমন একজন মানুষ ছিলেন, তাকে নিয়ে বলতে গেলে সারাদিন শেষ হয়ে যাবে, তবু উনার সম্পর্কে কথা ফুরোবে না। তো এমন বড় মাপের মানুষ সম্পর্কে আমি কোনো বিশ্লেষণে যেতে চাই না। সত্তুরের দশক থেকে তিনি নিজ কাধে বাংলা চলচ্চিত্রকে বয়ে নিয়ে এসেছেন। তিনি আমাদের কাছে ছিলেন অভিভাবকসম। বড়ো ভাইয়ের মতো তিনি বুঝাতেন, আর বাবার মতো শাসনও করতেন। গোটা ইন্ডাস্ট্রির মানুষ এই মানুষটিকে মিস করবেন।

রাজ্জাকের অভাব পূরণ হওয়ার নয় দাবি করে এই অ্যাকশান হিরো আরো জানান, রাজ্জাক ভাইয়ের অভাব পূরণ করার কথাও যদি আমি মুখে আনি, আমার মনে হয় সেটা মারাত্মক দৃষ্টতা হবে। তার মৃত্যতে যে অধ্যায়ের শুরু হয়েছিলো, তার সমাপ্তি হলো আজ। 

গো নিউজ/এমটিএল

বিনোদন বিভাগের আরো খবর