মেজোপুত্র বাপ্পি না আসা পর্যন্ত দাফন হচ্ছে না নায়করাজের


বিনোদন প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২২, ২০১৭, ০৫:২৫ পিএম
মেজোপুত্র বাপ্পি না আসা পর্যন্ত দাফন হচ্ছে না নায়করাজের

ঢাকা: দেশের বাইরে থাকায় এবং ফ্লাইট জটিলতায় প্রথমে নায়ক রাজপুত্র বাপ্পীকে ছাড়াই দাফনের সিদ্ধান্ত নেয়া হলেও এবার মেজো ছেলের জন্য দাফন পেছালো তার পরিবার। রাজধানীর গুলশানে বিকেলে সাংবাদিকদের এমন সিদ্ধান্ত জানান রাজ্জাকের দীর্ঘদিনের সহযোগি ও চিত্রনায়ক আলমগীর।

প্রথমে জানা গিয়েছিলো যে, ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের মেজো ছেলে রওশন হোসেন বাপ্পিকে ছাড়াই আজ দাফন সম্পন্ন হবে। কারণ, তিনি আগামীকাল বুধবার (২৩ আগস্ট) আসতে পারছেন না। কিন্তু এমন সিদ্ধান্ত আবারও পুনর্বিবেচনা করে এবং মসজিদের ইমামের সঙ্গে কথা বলে পরিবর্তন করা হয়েছে। 

রাজ্জাককে আজকে দাফন করা হচ্ছে না জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলমগীর বলেন, নায়করাজকে আজকে (২২ আগস্ট) দাফন করা হচ্ছে না। উনার মেজ ছেলে বাপ্পি নিশ্চিত করেছেন আগামীকাল ভোরে ঢাকায় পৌঁছুবে। বাপ্পি ও তার পরিবারকে বহনকারী ফ্লাইট আগামীকাল সকাল সোয়া ৪টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সে টার্কিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে আছে এখন। কয়েক ঘণ্টার জন্য বাবাকে শেষ দেখতে পারবে না ছেলেটা, এটা আসলে মেনে নেয়া যায় না। আর সে কারণেই নায়করাজের পরিবার ও মসজিদের ইমামের সঙ্গে কথা বলে আগামিকাল দাফনের সিদ্ধান্ত হয়েছে।

গো নিউজ/এটিএল

বিনোদন বিভাগের আরো খবর