এফডিসি থেকে নায়করাজের চির বিদায়...


বিনোদন প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২২, ২০১৭, ০১:০৩ পিএম
এফডিসি থেকে নায়করাজের চির বিদায়...

ঢাকা: বাংলার কিংবদন্তি চিত্রনায়ক রাজ রাজ্জাক। যাকে মহানায়ক বললেও কোনো অত্যুক্তি হয় না। আর কিংবদন্তি অভিনেতার হঠাৎ মৃত্যুতে শোকে মূহ্যমান গোটা জাতি। চলচ্চিত্র অঙ্গনের জুনিয়র, সিনিয়র সবার চোখেই জল ছলছল করছে। আর তার ক্যারিয়ারে সবচেয়ে প্রাণের জায়গা এফডিসিতে অবস্থান করছেন তিনি। আর এখান থেকে চির বিদায় নেয়ার আগে নামাজে জানাজা হলো তার।

সোমবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নায়ক রাজ রাজ্জাক। এরপরেই গোটা বাংলাদেশে তার ভক্ত অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। হাসপাতালে তার মরদেহ দেখতে ছুটে আসেন প্রবীন ও নবীন অভিনেতারা। নায়ক রাজের মৃত্যু শোকে অনককেই দেখা গেছে অশ্রুসিক্ত। মঙ্গলবার বেলা দশটা পঞ্চাশ মিনিটের দিকে প্রাণের কর্মস্থল এফডিসিতে আনা হয় নায় রাজের মরদেহ। আর এখানেই বেলা এগারোটা পঞ্চাশ মিনিটের দিকে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। 

এসময় জানাজায় শরীক হন নায়ক রাজের দীর্ঘদিনের সহযোগি, সহকর্মীরা। 


গো নিউজ ২৪/এমটিএল/এএইচ

বিনোদন বিভাগের আরো খবর