কিংবদন্তির প্রস্থানে কাঁদছে আকাশ...


বিনোদন প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২২, ২০১৭, ১০:১০ এএম
কিংবদন্তির প্রস্থানে কাঁদছে আকাশ...

ঢাকা: বাংলা চলচ্চিত্রের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব নায়ক রাজ রাজ্জাক। সত্তুরের দশক থেকে যিনি একাই ঢাকাই সিনেমা টেনে নিয়ে এসেছেন। যাকে বাংলার প্রকৃত মহানায়ক বললেও কোনো অত্যুক্তি হয় না। আর কিংবদন্তি অভিনেতার হঠাৎ মৃত্যুতে শোকে মূহ্যমান গোটা জাতি। চলচ্চিত্র অঙ্গনের জুনিয়র, সিনিয়র সবার চোখেই জল ছলছল করছে। আর এসব দেখে যেনো প্রকৃতিও তার শোক ধরে রাখতে পারছে না। তাই সকাল থেকেই নায়ক রাজের মৃত্যুতে যেনো অঝোর ধারায় কাঁদছে আকাশ!

সোমবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নায়ক রাজ রাজ্জাক। এরপরেই গোটা বাংলাদেশে তার ভক্ত অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। হাসপাতালে তার মরদেহ দেখতে ছুটে আসেন প্রবীন ও নবীন অভিনেতারা। নায়ক রাজের মৃত্যু শোকে অনককেই দেখা গেছে অশ্রুসিক্ত। আর এবার শোকগ্রস্তের তালিকায় যেনো যুক্ত হলো প্রকৃতিও। 

নায়ক রাজের মৃত্যুতে দেশে তার ভক্ত অনুরাগীরা যখন শোকগ্রস্ত, তখন যেনো তাদের পাশে থাকার ইঙ্গিত দিয়েই মঙ্গলবার ভোর থেকেই আকাশ ভেঙে জল পড়ছে। যদিও অনেকে বলছেন, বর্ষাকালে বৃষ্টিতো পড়বেই, কিন্তু রাজ্জাক ভক্তদের কেউ কেউ এটাকে প্রকৃতির লীলাখেলা বলে মন্তব্য করছেন। 

অন্যদিকে মঙ্গলবার সকালে নায়ক রাজের মরদেহ এফডিসিতে নিয়ে যাওয়ার কথা শুনে ভোর থেকেই সেখানে অবস্থান নিয়েছে তার হাজারো ভক্ত অনুরাগী। তারা অপেক্ষা করছেন, যদি অন্তিম যাত্রায় প্রিয় এই নায়কের মুখটা একবারও দেখা যায়! এদিকে এতো মানুষের চাপ সামলাতে সকাল থেকেই হিমশিম খাচ্ছে নিরাপত্তরক্ষীরা। 

কখন এফডিসিতে নেয়া হবে রাজ্জাকের লাশ, জানালেন তার ছেলে বাপ্পারাজ। তিনি বলেন, সকাল সাড়ে দশটা থেকে ১১টার মধ্যে এফডিসিতে নিয়ে যাওয়া হবে নায়ক রাজের মরদেহ। তারপর সেখান থেকে সাড়ে বারোটার দিকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। তারপর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে আসরবাদ জানাজা শেষে বনানীতে দাফন হবে।

গো নিউজ/এমটিএল/এএইচ

বিনোদন বিভাগের আরো খবর